ব্রিটিশ রানির তরুণ নেতা পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি সামির শিহাব। আগামী জুন মাসে লন্ডনে আনুষ্ঠানিকভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করবেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তথ্যটি জানায়।
এ বছর পুরস্কার পাওয়া তরুণদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। তারা শিক্ষা, জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা, মানসিক স্বাস্থ্য, প্রতিবন্ধীদের সমতাসহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্টদের সহযোগিতা, সচেতনতা সৃষ্টি ও পরিবর্তন আনার ক্ষেত্রে কাজ করছেন।
সামির শিহাব 'বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (বিওয়াইইআই)' নামে একটি উদ্যোগের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তিনি জ্বালানি ও বিদ্যুৎব্যবস্থা বিষয়ে পড়ালেখা করেছেন। জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও পরিবেশনীতি, নবায়নযোগ্য জ্বালানি খাত ও টেকসই উন্নয়ন বিষয়ে তার জোরালো আগ্রহ আছে।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৫/ রশিদা