ইতালিয়ান লাক্সারি গাড়ি প্রস্তুতকারী ফেরারি ফের ভারতের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। দেশটির বাজারকে 'কৌশলগত' আখ্যায়িত করে রাজধানী দিল্লি ও মুম্বাইয়ে দুটি ডিলার নিয়োগ দিয়েছে কোম্পানিটি। চলতি বছরের প্রথম কোয়ার্টার শেষে দেশটির মার্কেটে ফেরারি পুনরায় গাড়ি বিক্রি শুরু করতে যাচ্ছে। এক বিবৃতিতে ফেরারি আজ একথা জানিয়েছে। খবর দ্য হিন্দুর
২০১১ সালে 'ফেরারি' প্রথম ভারতের বাজারে প্রবেশ করেছিল। শ্রেয়ান গ্রুপ তখন দেশটিতে ফেরারি গাড়ির একমাত্র আমদানিকারক ছিল। তবে গ্রাহকদের অভিযোগ বাড়ার প্রেক্ষিতে গত বছর শ্রেয়ানের সঙ্গে সহযোগিতা বাতিল করে ফেরারি।
নতুন ডিলার নিয়োগ দেওয়ার মাধ্যমে ভারতের নতুন ও বর্তমান গ্রাহকদেরকে সেবা দিতে চায় ফেরারি। বিবৃতিতেও তেমনটাই বলা হয়েছে।
এর আগে ভারতের বাজারে বিভিন্ন মডেলের গাড়ি বিক্রি করেছিল ফেরারি। এর মধ্যে ছিল ফেরারি ক্যালিফোর্নিয়া, ৪৫৮ ইতালিয়া ও ৫৯৯ জিটিভি ফিওরানো। এগুলোর প্রাইজট্যাগ ছিল ২.২ কোটি রুপি থেকে ৩.৪ কোটি রুপির মধ্যে।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ২০১৫/শরীফ