ইউরোপিয়ান মিশনের উৎক্ষেপণ করা নিখোঁজ বেয়াগল-টু (Beagle2) লাল গ্রহ মঙ্গলের ভূপৃষ্ঠে দৃশ্যত অক্ষত খুঁজে পাওয়া গেছে। কক্ষপথ থেকে উচ্চ-রেজ্যুলেশনের ধারণকৃত ছবি থেকে নিখোঁজ বিয়োগল-টু'র অবতরণের স্থান শনাক্ত করা হয়। খবর বিবিসির।
যুক্তরাজ্য পরিচালিত মর্মনীরক্ষণে প্যারাস্যুট এবং এয়ারব্যাগ ব্যবহার করে ২০০৩ সালের বড়দিনে ওই ধূলাযুক্ত পৃথিবীতে অক্ষত রেখে বিয়োগল-টুর অবতরণের চেষ্টা করা হয়। কিন্তু মর্মনিরীক্ষণের জন্য কোন রেডিওর যোগাযোগ স্থাপন করা হয়নি। বিজ্ঞানীরা অনুমান করেছিলেন, অতি গতিবেগের ধাক্কায় বিয়োগলটু ধ্বংস হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৫/ রশিদা