বহির্জাগতিক বেতার তরঙ্গের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মহাবিশ্বের অজানা কোনো উৎস হতে উৎসারিত অত্যন্ত ক্ষণস্থায়ী বেতার তরঙ্গের এক ঝলকানি ধরা পড়েছে অস্ট্রেলিয়ার পার্কস বেতার টেলিস্কোপে।
মানথলি নোটিশেস অব দ্য রয়াল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে চলতি মাসে এ খবরের আদ্যপান্ত প্রকাশিত হয়েছে।
মহাআকাশ গবেষকদের দাবি, তারা ২০০৭ সালে প্রথম এরকম ক্ষণস্থায়ী বেতার আভা ধারণ করেছিলেন। এরপর আরও ছয়বার ওই পার্কস বেতার টেলিস্কোপে ধরা পড়ে একই ধরনের ভিনজগতের বেতার তরঙ্গের ঝলকানি। পুয়োর্তো রিকোর অ্যারিসিবো টেলিস্কোপে দূরদেশি বেতার তরঙ্গটা ধরা পড়ে সপ্তমবারের মতো।
অস্ট্রেলিয়ার সোয়াইনবার্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানী এমিলি পেট্রোফের নেতৃত্বে একদল জ্যোতির্বিজ্ঞানী হিসেব কষে দেখেছেন, পৃথিবী থেকে ৫৫০ কোটি আলোকবর্ষ দূরের মহাশূন্যে এই বেতারচ্ছটার উৎস। মানে, এই ঘটনা ঘটেছে এখন থেকে সাড়ে পাঁচশ কোটি বছর আগে।
বেতার তরঙ্গের দৈর্ঘ্যও মেপেছেন বিজ্ঞানীরা। সেই পরিমাপ থেকে ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের নিলস বোর ইন্সটিটিউটের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ডেনিয়েলে মেলসানি বলেছেন, এই বেতার আভার সঙ্গে কোনো নিউট্রন নক্ষত্র কিংবা কৃষ্ণবিবরের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
সূত্র: সায়েন্স ডেইলি
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৫/আহমেদ