একজন পুরুষ ও দুই নারীর শুক্রাণু-ডিম্বাণু ব্যবহার করে সন্তান জন্মদানকে বৈধতা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা। ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের হাউস অব কমনসে মঙ্গলবার এই ভোটাভুটিতে ৩৮২ জন এমপি 'থ্রি পারসন ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)' নামের এ পদ্ধতিকে আইনি বৈধতা দেওয়ার পক্ষে মত দেন। আর ১২৮ জন এমপি বিপক্ষে ভোট দেন। খবর বিবিসির।
হাউস অব অর্ডসের অনুমোদন পেলেই যুক্তরাজ্য হবে এ পদ্ধতিকে অনুমোদন দেওয়া প্রথম দেশ। আর এ পদ্ধতিতে প্রথম শিশুটি জন্ম নিতে পারে আগামী বছরই।
ব্রিটিশ বিশেষজ্ঞ প্যানেলের অভিমত অনুযায়ী, এ প্রক্রিয়ায় শিশুর দূরারোগ্য ব্যাধি নিয়ে জন্মগ্রহণ ঠেকানো সম্ভব হবে। জিনগত ত্রুটির কারণে যেসব দম্পতি সন্তান নিতে ভয় পাচ্ছেন, তাদের ভীতিও অনেকটা দূর হবে। এই পদ্ধতি বহু পরিবারের জীবনে 'আশার আলো' জাগাবে বলে মত দেন হাউস অব কমনসের বিতর্কে অংশ নেওয়া মন্ত্রীরাও।
অন্যদিকে এর বিপক্ষে অবস্থানকারীরা বলছেন, এ পদ্ধতি চালুর বিপক্ষে তারা লড়াই চালিয়ে যাবেন, কেননা নিরাপত্তার পাশাপাশি নৈতিকতার বিষয়গুলোও এর সঙ্গে জড়িত বলে তাদের বিশ্বাস। তারা আশঙ্কা করছে, 'থ্রি পারসন আইভিএফ' পদ্ধতি শেষ পর্যন্ত বাবা-মায়ের চাহিদা মাফিক শিশু 'তৈরির' দিকে নিয়ে যাবে।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাদের আশ্বস্ত করে বলেছেন, আমরা খোদার ওপর খোদকারি করছি না। বাবা-মায়েরা যাতে একটি সুস্থ্য সবল সন্তান পান সে বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছি মাত্র।
বিডি-প্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা