আমরা আজ প্রতিনিয়ণ মোবাইল বা টেলিফোনে কথা বলি। কিন্তু আমরা কি ভাবি টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? সাধারণ জ্ঞানের কয়েকটি প্রাথমিক প্রশ্নের তালিকায় অবশ্যই স্থান পায় এই প্রশ্নটি। হ্যাঁ, অ্যালেকজান্ডার গ্রাহাম বেলই এই টেলিফোনের আবিষ্কারক। এখান থেকে প্রায় শত বছর আগে তার হাত ধরেই যাত্রা শুরু টেলিফোনের। আর আজ আমাদের পকেটে স্মার্টফোন। কিন্তু জানেন কি, যার মগজাস্ত্রের ফসল ছিল টেলিফোন, তিনি নিজেই কখনও নিজের পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেননি।
না, কোনো রকম পারিবারিক অশান্তির কারণে নয়। বরং গ্রাহাম বেলের মা ও স্ত্রীই তার গবেষণায় সবচেয়ে বেশি উত্সাহ দিতেন। অর্থ ও মানসিক-- সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তারা। কিন্তু দুর্ভাগ্যবশত, অ্যালেকজান্ডার গ্রাহাম বেলের মা ও স্ত্রী ছিলেন বধির। তাই তাদের সঙ্গে কোনো দিনই টেলিফোনে কথা বলতে পারেননি বেল।
১৮৫৭ সালে গ্রাহাম বেল যাখন টেলিফোন আবিষ্কার করেন তখন তিনি সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে প্রথম ফোন করেন তার সহযোগী থমাস ওয়াটসনকে। সেই কথাটি ছিল, 'মিস্টার ওয়াটসন, কাম হিয়ার। আই ওয়ান্ট টু সি ইউ।' অর্থাত্, 'মিস্টার ওয়াটসন, এখানে আসুন। আমি আপনাকে দেখতে চাই। ' তুখোড় বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ছাড়াও গ্রাহাম বেলের আরও একটি গুণ ছিল। তিনি ছেলেবেলা থেকেই অসাধারণ পিয়ানো বাজাতেন। ১৯৪৭ সালের ৩ মার্চ স্কটল্যান্ডে জন্মালেও বাবা কর্মসূত্রে কানাডায় চলে যাওয়ায়, বেলের বড় হয়ে ওঠা কানাডাতেই।। ১৯২২ সালের ২ অগাস্ট ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যালেকজান্ডার গ্রাহাম বেল।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৫/মাহবুব