যুক্তরাষ্ট্রের স্কট কেলি ও রাশিয়ার করনিয়েনকো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক বছর অবস্থান করবেন। এর আগে কোনো নভোচারী এতোটা সময় সেখানে অবস্থান করেননি। এবারই প্রথম ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উঁচুতে পৃথিবীর কক্ষপথে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে স্কট কেলি ও করনিয়েনকো পেশাদার নভোচারী হিসেবে কাজ করবেন। খবর বিবিসি অনলাইন।
এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশে দীর্ঘদিন অবস্থান করা মানুষের শরীরের ওপর মাইক্রোগ্রাভিটির প্রভাব সম্পর্কে আরও সূক্ষ্ম ধারণা পাওয়া যাবে বলে প্রত্যাশা মহাকাশ বিজ্ঞানীদের।
কাজাখস্তানের বাইকুনুর থেকে শুক্রবার মহাকাশ স্টেশনের উদ্দেশে উড্ডয়নের কথা রয়েছে কেলি ও করনিয়েনকোর। উড্ডয়নের ছয় ঘণ্টা পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবেন তারা। মহাকাশে অবস্থানের বড় ধরনের কীর্তি রয়েছে কেলি ও কারনিয়েনকোর। এ অভিযানে কেলিদের সঙ্গে যাচ্ছেন আরেক নভোচারী পাডালকা। তিনি ছয় মাস পরে ফিরে আসবেন।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৫/ রশিদা