প্রায় বেশিরভাগ সড়ক দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটি ও মানুষের ভুলের কারণে ঘটে থাকে। অধিকাংশ ক্ষেত্রে সতর্কতামূলত ব্যবস্থা বেশ কার্যকরী ভূমিকা রাখে। এরই অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা রোধে প্রযুক্তিকে ব্যবহারের উদ্যোগ নিয়েছে বিজ্ঞানীরা। তারা এক্ষেত্রে সফলতাও পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি তারা এমন একটি প্রযুক্তি আবিস্কার করছেন যা আগে থেকেই সম্ভাব্য দুর্ঘটনার পূর্বাভাস দিতে পারবে। এতে করে যান্ত্রিকত্রুটি সম্পর্কিত দুর্ঘটনা অনেক ক্ষেত্রেই রোধ করা সম্ভব হবে।
দুর্ঘটনা সংঘটিত হওয়ার আগে তাৎক্ষণিকভাবে স্বয়ং গাড়ি নিজেই যাতে চালককে 'চালানোর ভুল' সম্পর্কে সতর্ক করতে সক্ষম হয় এমনই এক প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ করছেন কর্নেল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বর্তমানের অধিকাংশ গাড়িতে সেন্সর ও ক্যামেরা থাকলেও তা শুধু গাড়ির আশপাশের বা বাইরের ডেটা সংগ্রহ করে থাকে। কিন্তু নতুন এ প্রযুক্তিতে গাড়ির অভ্যন্তরীণ ক্যামেরা চালকের শারীরিক অবস্থার উপর নজর রাখবে ও বুঝতে চেষ্টা করবে তিনি মোড় ঘুরতে বা লেন পরিবর্তন করতে যাচ্ছেন কিনা এবং গাড়ির কম্পিউটার তার বাইরের ডেটার সঙ্গে চালকের অভ্যন্তরীণ এ ডেটা মিলিয়ে সম্ভাব্য দুর্ঘটনার পূর্বেই চালককে সতর্ক করবে। চালককে সতর্ক করতে প্রক্রিয়াটি জিপিএস ডেটারও সাহায্য নিতে পারে।
কর্নেল ইউনিভার্সিটির গবেষক আশুতোষ সাক্সেনা ও তার সহকর্মীরা দুই মাসে মোট দশজন গাড়ি চালকের ১২০০ মাইল পাড়ি দেয়ার ভিডিও ধারণ করে তা বিশ্লেষণ করেছেন। নতুন এ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার ৭৭.৪ শতাংশ ক্ষেত্রে নির্ভুল পূর্বাভাস করতে সক্ষম হয়েছে। তবে প্রকল্পটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে থাকলেও গবেষকরা বিভিন্ন গাড়ি নির্মাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। সূত্র : সিএনএন
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৫/শরীফ