নিলামে উঠল বিশ্বের সবচেয়ে বড় সম্পত্তি। যা আয়তনে প্রায় পুরো ব্রিটেনের তিনভাগের একভাগ। অস্ট্রেলিয়ার ২৩,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই পশু খামার।
আর সেই সম্পত্তিই উঠল নিলামে। দাম রাখা হচ্ছে ৩২৫ মিলিয়ন ডলার। স্যার সিডনি কিডম্যান নামে এক ব্যক্তির পরিবারের অধীনে ছিল এ সম্পত্তি।
বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০ জন এই সম্পত্তি কিনতে দর হেঁকেছেন। প্রত্যেককে ওই জমি ঘুরে দেখতে এক সপ্তাহ করে বিমানে ঘোরাতে হবে।
তবেই পুরোটা দেখানো সম্ভব। এটি একটি বিশ্বমানের সম্পত্তি। এখানে এখনও বহু পশু রয়েছে। ওই পরিবারের পঞ্চম প্রজন্ম এখন ওই জায়গায় রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জুন ২০১৫/নাবিল