লিপ ইয়ার মানে অতিরিক্ত ১ দিন, আর লিপ সেকেন্ড মানে অতিরিক্ত ১ সেকেন্ড। লিপ ইয়ারের সঙ্গে আমরা পরিচিত হলেও লিপ সেকেন্ডের সঙ্গে নই। আজ ৩০ জুন ঘটতে চলেছে লিপ সেকেন্ড। অন্যান্য দিনের চেয়ে ১ সেকেন্ড বেশি হবে আজকের দিনটি। ফলে আজ ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পরেই পহেলা জুলাইয়ের সূচনা হবে না। আরো এক সেকেন্ড অপেক্ষা করতে হবে বিশ্বের সর্বত্রই।
ইন্টারন্যাশাল আর্থ রোটেশন সার্ভিসের বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর আহ্নিক গতি প্রতিদিন সেকেন্ডের ২ হাজার ভাগ কমে যাচ্ছে। সেই কারণেই হিসাব ঠিক রাখতে ২০১৫ সালের জুন মাসের ৩০ তারিখে অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করা হবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞান ড্যানিয়েল ম্যাকমিলান বলেন, 'পৃথিবীর গতি একটু ধীর হচ্ছে। তাই কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা ইউটিসি এবং অ্যাটমিক টাইম একই রাখতে ইউটিসি-তে ১ সেকেন্ড যোগ হবে।'
৩০ জুন ২৩:৫৯:৫৯-এর পর হবে ২৩:৫৯:৬০। এবং তার পরে হবে 00 00:00:00 অর্থাৎ পরের দিন, ১ জুলাই।
তবে লিপ সেকেন্ড যোগ করার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে ২৫ বার। ১৯৭২ সালে এরকম লিপ সেকেন্ড প্রথমবার যোগ করা হয়েছিল।
তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/ এস আহমেদ