ন্যুডিজম! শব্দটা ইদানিং বেশ পরিচিত হয়ে উঠেছে। বিতর্কিত বিষয় জড়িত বলেই বোধহয় এটা নিয়ে আলোচনা-সমালোচনা এত বেশি। যারা ন্যুডিস্ট তারা যেমন এর পক্ষে ঢের ঢের যুক্তি অবতারণা করেন, তেমনি অন্যরা সভ্যতার কথা বলে এর সমালোচনায় লিপ্ত হন। এমনই একজন মার্কিন লেখক মার্ক হাসকেল স্মিথ, যিনি নিজে নগ্ন দুনিয়ায় শ্বাস নিয়েছেন বুক ভরে। বসবাস করেছেন বস্ত্রহীন মানুষদের সঙ্গে দিনের পর দিন। নগ্ন দুনিয়ার অভিজ্ঞতা শেষে স্মিথের বক্তব্য- ''এ দুনিয়ায় সবাই যদি নগ্ন হত তাহলে কি কেউ নারীর স্তন নিয়ে কটু মন্তব্য করত? করত না৷''
নগ্নতার নিজস্ব ভাষা আছে৷ আছে নিজস্ব নিয়মকানুন৷ সভ্যতার আলো এসে তার উপর চাপিয়েছে পোশাকের অনুশাসন৷ আজ দিন পেরিয়ে সেই পুরনো নগ্নতার রাজত্বে ফিরে যাওয়া আর সম্ভব নয়৷ কিন্তু কেউ কেউ পারেন৷ যেমন স্মিথ। তিনি প্রায় বছরখানেক কাটিয়েছেন নগ্ন নিবাসে৷ তবে স্মিথ একা নন৷ ইউরোপ মহাদেশে এরকম বহু ন্যুড রিসর্ট আছে যেখানে মানুষ নগ্ন থাকাকেই স্বাভাবিক মনে করে দিন কাটান৷ কড়া নিরাপত্তার বেস্টনি পেরিয়ে সে রাজত্বে পা দিয়ে প্রথমে অবাকই হয়েছিলেন মার্ক৷ ক্যালিফোর্নিয়ার এক রিসর্টে গিয়ে প্রথমে অপ্রস্তুত হয়ে যান তিনি। রিসর্টের অন্যরা তাকে বিস্তর জামা কাপড় পরা অবস্থায় দেখে মুখ টিপে হেসেছিলেন৷
আসলে সভ্যতার অভ্যাস মাথায় নিয়ে নিজেকে একেবারে নিরাবরণ করে তোলা সহজ হয়নি মার্কের কাছে৷ তবে তিনি তা পেরেছিলেন৷
নিজের সে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মার্ক জানিয়েছেন, এই ধরনের রিসর্টগুলোয় অধিবাসীরা যে শুধু নগ্ন থাকেন তাই নয়, তারা নিজেদেরকে ড্রাই ক্লিন করেন৷ মার্ক প্রথম দিকে ড্রাই ক্লিনিং জানতেন না, পরে শিখে নেন৷ বছরখানেক এই নগ্ন নিবাসগুলোয় ঘুরে জীবনের অন্য এক দিক খুলে যায় মার্কের সামনে৷ তিনি বলেন, টেলিভিশন বা সিনেমায় নগ্ন অভিনেতা-অভিনেত্রী বা মডেলদের দেখে দেখে সাধারণের মধ্যে নগ্নতা সম্পর্কে বিশেষ এক ধারণা তৈরি হয়ে যায়৷ কিন্তু নগ্ন নিবাসগুলোয় ঘুরলে বোঝা যায় নগ্নতার ওই তৈরি করা ধারণা কতখানি ভুয়া।
অনায়াসে মানুষকে নগ্নভাবে সব কাজ করতে দেখে তিনি বোঝেন নগ্নতা কতখানি শুদ্ধ হতে পারে৷ মার্ক জানান, তিনি নিজে যখন এ অভ্যাস করেন, তখন প্রথমে অস্বস্তি হত৷ প্রতিবারই জামাকাপড় খোলার ঠিক আগের মুহূর্তে চূড়ান্ত লজ্জা তাকে গ্রাস করতো৷ কিন্তু সেটুকু কাটিয়ে উঠতে পারলেই অন্য এক দুনিয়ার প্রবেশদ্বার খুলে যেত তার সামনে৷ সে দুনিয়ায় মানুষ নির্দ্বিধায় পোশাকহীন হয়েই ওয়াইন কিনতে যেতেন, নগ্ন হয়ে খোসগল্পে মেতে উঠতেন। এক রিসর্টে প্রায় সত্তর বছর বয়সী এক নারীকে প্রায় নগ্ন অবস্থায় ডান্স ফ্লোরে দেখে তিনি বুঝেছেন জীবনকে কত সরলভাবে উপভোগ করা যায়৷ ইউরোপে এই ন্যুট রিসর্টগুলিকে বলা হয় নেচারিস্ট ডেস্টিনেশন৷ নগ্ন অবস্থায় পাহাড় চড়া, বা ন্যুড হাইকিংয়েরও বিশেষ ব্যবস্থা থাকে এখানে। মার্ক নিজেও আল্পস পর্বতমালায় উঠেছিলেন নগ্ন হয়েই৷
প্রায় বছরখানের নগ্ননিবাসে কাটিয়ে লেখক সভ্য সমাজকে জানিয়েছেন, সমাজের তৈরি করা নগ্নতা ও সেই সঙ্গে জড়িয়ে থাকা যৌনতার ধারণার সঙ্গে সত্যিকারের নগ্নতা কতখানি আলাদা৷
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/ এস আহমেদ