জনসংখ্যা বাড়াতে চান কানাডার সেইন্ট লুইস ডি ব্ল্যান্ডফোর্ড নগর কর্তৃপক্ষ। কিন্তু বহুরকম চেষ্টায়ও কেউ বাস করতে আগ্রহী হতে চান না। অবশেষে মাথায় একটি ফন্দি আটলো নগর কর্তৃপক্ষ। জনসংখ্যা বাড়ানোর জন্য তাই বিনামূল্যে জমি বিতরণের সিদ্ধান্ত নিল ফরাসি অধ্যুষিত ক্যেবেক সিটি থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টা খানেকের মতো দূরত্বে অবস্থিত ছোট নগরটির মেয়র জাইলস মার্শন্ড।
বর্তমান নগরটির জনসংখ্যা প্রায় ৯০০। জনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে ২০১৩ সালে কয়েকশো একর জমি কিনে ৪০টি প্লটে ভাগ করেছে প্রশাসন। বাড়ি বানিয়ে বাস করতে ইচ্ছুক ব্যক্তিদের সেই জমি বিনামূল্যে বিতরণ করার প্রস্তাব দিয়েছে সরকার।
শর্ত অনুসারে, প্রথমে ১০০০ ডলারের বিনিময়ে জমি বায়না করতে হবে। তার পর এক বছরের মধ্যে ১,২৫,০০০ ডলার খরচ করে বাড়ি বানিয়ে ফেলতে হবে। নির্মাণ শেষ হলে জমির দাম ফেরত দেবে পুরসভা। মেয়র জাইলস মার্শন্ড জানিয়েছেন, 'আমাদের মতো ছোট শহরের প্রতি নবীন প্রজন্ম উত্সাহ হারিয়ে ফেলছে। দলে দলে মানুষ এখান থেকে বড় শহরগুলিতে পাকাপাকি বসবাস শুরু করছেন। তাই বাড়ি তৈরিতে তাদের উত্সাহিত করতে নয়া পদক্ষেপ করা হয়েছে। '
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব