শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

দুই যুবক থানায় ২৯ ঘণ্টা, আদালতে পাঠাচ্ছে না পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই যুবককে থানায় আটকের ২৯ ঘণ্টা পরও আদালতে সোপর্দ করেনি পুলিশ। আটক দুজন হলেন কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নানু মিয়ার ছেলে তপু (২০) ও সদর ইউনিয়নের ইছবপুর গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে জুনেদ আহমেদ (২৫)।

এ দুজনের স্বজন কালাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুস সালামের ছেলে আবদুল আহাদ অভিযোগ করে বলেন, 'তপু আমার সম্পর্কে ভাগনে এবং জুনেদ ভাতিজা। তপুকে বুধবার রাত ৮টার দিকে শহরের হানিফ বাস কাউন্টার থেকে আর জুনেদকে জিলানি হোটেল থেকে আটক করে নিয়ে যাওয়া হয়।' তিনি জানান, 'আটকের পর পরই আমিসহ পরিবারের লোকজন থানায় গিয়ে যোগাযোগ করি। কী কারণে আটক করা হয়েছে পুলিশ আমাদের জানাতে অপারগতা প্রকাশ করে।' বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা কমিটির সম্পাদক সাংবাদিক এম ইদ্রিস আলী বলেন, পুলিশের সিআরপিসি ৬১ ধারায় বর্ণিত আছে- 'গ্রেফতারকৃত ব্যক্তিকে ২৪ ঘণ্টার অধিক আটক রাখা যাইবে না'। এতে বলা আছে- 'পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় যুক্তিসঙ্গত সময় অপেক্ষার অধিককাল আটক রাখিবেন না এবং ১৬৭ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ না থাকিলে এই রূপ আটকের সময় গ্রেফতারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাইবার সময় বাদ দিয়া ২৪ ঘণ্টার সময় অধিক হইবে না।' এ ব্যাপারে জানতে থানার ওসি আবদুল জলিলের মুঠোফোনে একাধিকবার সরকারি নম্বরে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। তবে থানার ওসি তদন্ত সারোয়ার দুই যুবককে আটকের কথা স্বীকার করে মুঠোফোনে বলেন, 'তদন্তের জন্য থানায় তাদের আটকে রাখা হয়েছে'। সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল মুঠোফোনে বলেন, 'সম্প্রতি শ্রীমঙ্গলে ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ায় সন্দেহভাজন হিসেবে ওদের আটকে রাখা হয়েছে। অভিযান চলছে।' এ প্রসঙ্গে সিলেটের ডিআইজি মকবুল হোসেন ভূইয়া মুঠোফোনে বলেন, '২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিকে কোর্টে পাঠাতে হবে। এর বেশি সময় থানায় রাখার নিয়ম নেই।'

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর