রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নদী খননে রেকর্ড

নদী খননে রেকর্ড

নদী খননে রেকর্ড করেছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার। তিনি বলেন, মোট দুই হাজার কিমি. নদী খনন করেছেন গত দুই বছরে। এ কারণে এবার বাংলাদেশে বন্যা হয়নি। বন্যা হয়েছে ভারতে। এ ছাড়াও বিআইডবি্লউটিএ কাঁচপুর আমিনবাজার ও টঙ্গী ল্যান্ডিং স্টেশন, ঢাকা শহরের চারদিকে ১২০ কিমি নৌপথ তৈরি, দখল-দূষণ বন্ধ করতে চার হাজার স্থাপনা উচ্ছেদ করেছে। নদীর চারদিকে নির্মাণ করেছে ২২ কিমি ওয়াকওয়ে।

 

 

সর্বশেষ খবর