বিএনপির আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য ‘মিথ্যা’ বলে দাবি করলেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। একই সঙ্গে খালেদা জিয়ার বক্তব্য ‘দুঃখজনক’ এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে আরও দায়িত্বশীল হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল দুপুরে পুলিশ সদরদফতরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কেউ রাজনৈতিক বক্তব্য দিলে তা দুঃখজনক। কারা পেট্রলবোমা মেরেছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তা সূর্যের আলোর মতো স্পষ্ট বিষয়কে রাতের অন্ধকার দিয়ে ঢেকে রাখা যায় না বলে মন্তব্য করেন তিনি।
শহীদুল হক বলেন, সহিংসতার আন্দোলন চলাকালে আমরা বিএনপির অনেক নেতা-কর্মীকে পেট্রলবোমাসহ হাতেনাতে গ্রেফতার করেছি। তাদের অনেকেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সুপ্রিমকোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবীদের ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, পুলিশই আমাদের আন্দোলনের সময় পেট্রলবোমা মেরেছে। শুধু বোমা নয়, বাসে আগুনও দিয়েছে তারা। নাশকতার অভিযোগে পুলিশ যেভাবে মামলা ‘সাজিয়ে দেয়’, বিচারকরা তা ভালোভাবে দেখেন না বলেও মন্তব্য করেন খালেদা। নির্বাহী বিভাগের হস্তক্ষেপের কারণে বিচারবিভাগ আগের চেয়েও ‘নিয়ন্ত্রিত’ বলে যে অভিযোগ খালেদা জিয়া করেছেন তারও প্রতিবাদ জানিয়েছেন এই পুলিশ প্রধান। এর বাইরে ঈদে মহাসড়ক শতভাগ চাঁদাবাজিমুক্ত থাকবে দাবি করে শহীদুল হক বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে কোনো চাঁদাবাজি হবে না। পুলিশ কর্মকর্তাদের সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে রোজার শুরু থেকে আজ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যদি কোনো ব্যক্তি বা মহল এ ধরনের কাজে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টিকিট কালোবাজারি প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, টিকিট কালোবাজারি রুখতে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করেছি। কালোবাজারি রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। একইভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও অপরাধীদের ধরতে সচেষ্ট রয়েছে। -নিজস্ব প্রতিবেদক
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
খালেদার বক্তব্য ‘মিথ্যা’
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর