ত্রাণ তহবিলের প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক আবদুল মান্নান ও হিসাবরক্ষক মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মান্নানের বিরুদ্ধে ৯৯৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের তহবিল থেকে ওই টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গতকাল দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানায় দুদক উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। দৃষ্টি আকর্ষণ করা হলে মামলার বাদী দুদক উপ-পরিচালক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযুক্ত দুজন গাজীপুর সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের টাকা আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে প্রমাণিত হয়েছে তাদের দাখিল করা ভাউচার ভুয়া এবং তারা ওই অর্থ আত্মসাৎ করেছেন। তাই এ মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্র জানায়, অধ্যাপক আবদুল মান্নান ও গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা ৯৯৯টি ভুয়া ভাউচার ব্যবহার করেছেন। অভিযোগটি দুদকের অনুসন্ধানেও প্রমাণিত হওয়ায় কমিশন ৪০৯/৪৬৭/ ৪৬৮/ ৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করার অনুমতি দেয়।
শিরোনাম
- ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর