ত্রাণ তহবিলের প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক আবদুল মান্নান ও হিসাবরক্ষক মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মান্নানের বিরুদ্ধে ৯৯৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের তহবিল থেকে ওই টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গতকাল দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানায় দুদক উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। দৃষ্টি আকর্ষণ করা হলে মামলার বাদী দুদক উপ-পরিচালক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযুক্ত দুজন গাজীপুর সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের টাকা আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে প্রমাণিত হয়েছে তাদের দাখিল করা ভাউচার ভুয়া এবং তারা ওই অর্থ আত্মসাৎ করেছেন। তাই এ মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্র জানায়, অধ্যাপক আবদুল মান্নান ও গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা ৯৯৯টি ভুয়া ভাউচার ব্যবহার করেছেন। অভিযোগটি দুদকের অনুসন্ধানেও প্রমাণিত হওয়ায় কমিশন ৪০৯/৪৬৭/ ৪৬৮/ ৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করার অনুমতি দেয়।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর