ত্রাণ তহবিলের প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক আবদুল মান্নান ও হিসাবরক্ষক মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মান্নানের বিরুদ্ধে ৯৯৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের তহবিল থেকে ওই টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গতকাল দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানায় দুদক উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। দৃষ্টি আকর্ষণ করা হলে মামলার বাদী দুদক উপ-পরিচালক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযুক্ত দুজন গাজীপুর সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের টাকা আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে প্রমাণিত হয়েছে তাদের দাখিল করা ভাউচার ভুয়া এবং তারা ওই অর্থ আত্মসাৎ করেছেন। তাই এ মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্র জানায়, অধ্যাপক আবদুল মান্নান ও গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা ৯৯৯টি ভুয়া ভাউচার ব্যবহার করেছেন। অভিযোগটি দুদকের অনুসন্ধানেও প্রমাণিত হওয়ায় কমিশন ৪০৯/৪৬৭/ ৪৬৮/ ৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করার অনুমতি দেয়।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা