সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফের ময়নাতদন্তে দিয়াজের শরীরে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক

ফের ময়নাতদন্তে দিয়াজের শরীরে আঘাতের চিহ্ন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহে পুনঃ ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে তার পুনঃ ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়। ঢামেক হাসপাতালের ফরেসনিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, আমরা তিন সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্ত শেষ করেছি। যা পেয়েছি তা পর্যালোচনা করব এবং ঘটনাস্থল পরিদর্শন করব। যারা প্রথম ময়নাতদন্ত করেছেন এবং ওই ঘটনায় যারা সাক্ষী আছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দেব। তিনি আরও বলেন, দিয়াজের ভিসেরা, দাঁত ও গলার টিস্যুর হিস্টোপ্যাথলজি পরীক্ষা হবে। ওই প্রতিবেদন আসার আগেই তারা চট্টগ্রামে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। প্রথম ময়নাতদন্তে আত্মহত্যার কথা বলা হলেও পরিবারের দাবি এটা হত্যাকাণ্ড-এ বিষয়ে সোহেল মাহমুদ বলেন, আমরা আঘাতের চিহ্ন পেয়েছি। তবে এখন আমরা কিছুই বলব না। ঘটনাস্থল দেখে আসার পর প্রতিবেদন দেব। দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে প্রথম ময়নাতদন্তে আঘাতের কোনো চিহ্নের কথা ছিল না। এবার ডাক্তার আঘাতের চিহ্ন পাওয়ার কথা বলেছেন। আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তে প্রকৃত তথ্য উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে ছাত্রলীগ নেতা দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার দুই দিন পর ২৩ নভেম্বর ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হলে দিয়াজের পরিবার তা প্রত্যাখ্যান করে। পরদিন ২৪ নভেম্বর চবির সহকারী প্রক্টর ও ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করে দিয়াজের পরিবার। গত মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে পুনঃ ময়নাতদন্তের জন্য দিয়াজের লাশ তোলার আদেশ দেন। একই সঙ্গে তিন সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করে ময়নাতদন্ত সম্পন্ন করতে ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধানকে নির্দেশ দেওয়া হয়। এ আদেশের ভিত্তিতে শনিবার সকালে চবির কেন্দ্রীয় মসজিদ কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর দিয়াজের মরদেহ ঢামেক মর্গে নিয়ে আসেন চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মহিউদ্দিন।

সর্বশেষ খবর