শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাজার বিরুদ্ধে আপিল করলেন রাগীব আলী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুর চা-বাগান দখলের মামলায় ১৪ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই। রাগীব আলীর আইনজীবীরা গতকাল সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এ আপিল দাখিল করেন বলে জানিয়েছেন ওই আদালতের পিপি মফুর আলী।

একই সঙ্গে তাদের জামিন আবেদনও করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছে। আগামী ৮ মার্চ আপিল গ্রহণের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছে আদালত। ২ ফেব্রুয়ারি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো দণ্ডবিধির চারটি ধারায় রাগীব আলী ও তার ছেলের মোট ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল করেন রাগীব আলী।

প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার এই ভূ-সম্পত্তি আত্মসাতের অভিযোগে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় রাগীব আলীর বিরুদ্ধে দুটি মামলা করেন সিলেট সদরের তৎকালীন ভূমি কমিশনার এস এম আবদুল কাদের।

সর্বশেষ খবর