শিরোনাম
রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গরিব দেখার জন্য জাদুঘরে যেতে হবে

ভোলা প্রতিনিধি

গরিব দেখার জন্য জাদুঘরে যেতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আর কয়েক বছর পরে এদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। গরিব দেখার জন্য জাদুঘরে যেতে হবে।

গতকাল দুপুরে ভোলার চরফ্যাশন সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী চরফ্যাশন সরকারি কলেজে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত অধ্যক্ষ নজরুল ইসলাম একাডেমি ভবন উদ্বোধন করেন। চরফ্যাশন কলেজের অধ্যক্ষ কায়ছার আহমেদ দুলালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। আরও বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মো. মারুফ হাসান, ভোলা জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে তখন ষড়যন্ত্রকারীরা দেশের মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। কিন্তু তখন এ দেশের জনগণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে এবং বলেছে আমরা জঙ্গিবাদ চাই না, সন্ত্রাসবাদ চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর এ কারণেই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও আজ ব্যবসাবাণিজ্য থেকে শুরু করে সব দিকেই এগিয়ে যাচ্ছে। আর এসবের অবদান হলো আমাদের প্রধানমন্ত্রীর। যিনি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই কাজ করেন। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমাতে যান। ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করেন। কাজেই বাংলাদেশ এগিয়ে যাবে এর কোনো বিকল্প নেই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ঢালচর ও কুকরী-মুকরী পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ২টি ভবন উদ্বোধন করেন।

সর্বশেষ খবর