রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

খালেদার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শত নাগরিক

নিজস্ব প্রতিবেদক

শত নাগরিক জাতীয় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্জন কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর অসুস্থতার খবরে সারা দেশে ছড়িয়ে পড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া বিভিন্ন জটিল অসুখে ভুগছিলেন। এ অবস্থায় একটি বিতর্কিত মামলায় তাঁকে কারাগারে  প্রেরণ করে সরকার।  দেশের এই জনপ্রিয়  নেত্রী কারাগারেও যথাযথ সম্মান ও প্রয়োজনীয় চিকিৎসা পাননি। তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ ও জনমনের প্রত্যাশা সত্ত্বেও সরকার তাঁর চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেনি। গতকাল এক বিবৃতিতে শত নাগরিক জাতীয় কমিটি এই উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটি আরও জানায়, খালেদা জিয়ার শরীরের বর্তমান অবস্থায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন, ব্যথিত ও ক্ষুব্ধ। আমরা আশা করব  কোনো প্রকার গড়িমসি ও অজুহাত দেখানো ব্যতিরেকে এই মুহূর্তে  বেগম জিয়াকে তার প্রত্যাশামাফিক চিকিৎসা নেওয়ার ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ (আহ্বায়ক), বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার (সদস্য সচিব), ড. খন্দকার মুশতাহিদুর রহমান প্রমুখ।

বিএনপি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষায়িত হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসার দাবি নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বেলা ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর