১৯৭১ সালের ১ মার্চ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসুর ভিপি আ স ম আবদুুর রব, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখনকে নিয়ে গঠন করা হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। ঢাকা থেকে জেলা ছাত্রলীগের কাছে নির্দেশ এলো- জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা সদরের কেন্দ্রীয় ও প্রধান কলেজের ভিপিকে নিয়ে প্রত্যেক জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তুলতে হবে। ওই নির্দেশ অনুযায়ী আমরা ১ মার্চ ফরিদপুরের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলাম। এই পরিষদের সদস্য হলাম আমি, সৈয়দ কবিরুল আলম মাও, সালাহউদ্দিন আহমেদ। এখানে চারজনের স্থলে তিনজন হওয়ার কারণ আমি একই সঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং রাজেন্দ্র কলেজের ছাত্র-ছাত্রী সংসদের ভিপি ছিলাম। ৭ মার্চ ঢাকার রেসকোর্স অনুষ্ঠিত মহাসমাবেশে বঙ্গবন্ধুর অগ্নিঝড়া বক্তব্য শোনার পর ফরিদপুরের সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। ফরিদপুর জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ৮ মার্চ রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদে এক সভা করে সিদ্ধান্ত নিলাম, স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য এবং অম্বিকা ময়দানে বিশাল ছাত্র গণজমায়েত করতে হবে। ১০ মার্চ বিকালে অম্বিকা ময়দানে সমাবেশের কথা থাকলেও দুপুরের মধ্যেই অম্বিকা ময়দান জনতার স্রোতে পরিপূর্ণ হয়ে যায়। স্বাধীনতার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফরিদপুর শহরের অলি-গলি, রাজপথ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর শহরের ঐতিহাসিক এই অম্বিকা ময়দানে আমি শাহ মোহাম্মদ আবু জাফর আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করি এবং সমাবেশে আগ্নেয়াস্ত্র ফায়ার করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলার স্বাধীনতা যুদ্ধের কথা ঘোষণা করি। এ দিনেই পাকিস্তানিদের নাম আমরা ফরিদপুরের মাটি থেকে সম্পূর্ণ মুছে ফেলি। দিনটি ফরিদপুরবাসী দলমত নির্বিশেষে প্রতি বছর আমরা পালন করছি।
শিরোনাম
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা