শনিবার, ১৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ঘৃণার ফলশ্রুতি এই হত্যাকাণ্ড

জয়শ্রী ভাদুড়ী

ঘৃণার ফলশ্রুতি এই হত্যাকাণ্ড

লে. জে. (অব.) মো. মইনুল ইসলাম

নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনা ঘৃণা ও বিকৃত মানসিকতার বার্তা দেয়। এই হত্যাকারী ঘটনার আগে অনলাইনে ঘোষণা দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ রকম বীভৎসতা লাইভ করেছে। ভিডিও গেম খেলার মতো সে মানুষ হত্যাকা-কে খেলার অংশ বানিয়ে ফেলেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রথম মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম।

তিনি আরও বলেন, এই ঘটনা থেকে বোঝা যায়, আমাদের সমাজ কতটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সামাজিকতা কমে গেলে এ ধরনের ঘটনা ঘটে। আমাদের দেশেও এ ধরনের ছেলেমেয়ে বেড়ে উঠছে। সামাজিকতা বাদ দিয়ে আত্মকেন্দ্রিক হয়ে গড়ে উঠছে তারা। এর আগে জঙ্গিবাদে আমরা যেটা দেখেছি আইএস রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি এসেছে। সেখানে রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। কিন্তু নিউজিল্যান্ডের মসজিদে এই হামলার ঘটনায় রাজনৈতিক কারণ পাওয়া যায়নি। এই অপরাধের কারণ ঘৃণা ও প্রতিশোধ পরায়ণতা। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ (সিজিএফ) মো. মইনুল ইসলাম আরও বলেন, একজন ব্যক্তির মানসিক বিকৃতির কারণে পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। প্রায় অর্ধশত মানুষকে নৃশংসভাবে জীবন দিতে হলো, এতগুলো পরিবার তাদের প্রিয়জন হারাল। এই ঘটনার প্রতিশোধে আবার যেন কোনো ধর্মান্ধ গোষ্ঠী হামলা না চালায় সে ব্যাপারে বিশ্বের প্রতিটি দেশকেই সজাগ থাকতে হবে। জনগণের নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রের মনোযোগ জোরদার করতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, সামাজিক অবস্থানের মানদন্ডেও রাষ্ট্রের শ্রেষ্ঠত্ব বিচার হওয়া জরুরি।

সর্বশেষ খবর