যুক্তরাজ্যের জনপ্রিয় পত্রিকা ‘মেট্রো’ গতকাল ক্রিকেট নিয়ে তাদের শিরোনামে লিখেছে, ‘এবার ইতিহাস গড়তে পারে ইংল্যান্ড, যদি ক্রিকেটাররা কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় খেলতে পারেন’! ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার প্রধান সমস্যা এখানেই, কঠিন সময়ে তাদের সব কিছু এলোমেলো হয়ে যায়। অতিরিক্ত মানসিক চাপ নিতে পারে না বলেই বার বার ‘সুপার পাওয়ার’ দল নিয়েও এখনো বিশ্বকাপ জিততে পারেনি। তবে এবার অতিমাত্রায় আশাবাদী হয়ে পড়েছে ইংলিশরা। একে তো ঘরের মাঠে খেলা, তার ওপর তারকায় ভরপুর এক দল। আলোচনা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়াকে নিয়েও। এই তিন দলই এবারের আসরে টপ ফেবারিট! বিশ্বকাপ এমন এক আসর যেখানে শুধু ফেবারিটের তকমা গায়ে মেখে কোনো লাভ হয় না! নির্দিষ্ট দিনে যারা ভালো করবে, দলীয়ভাবে যারা কঠোর পরিশ্রম করে ভাগ্য তাদের হয়েই কথা বলে। সেখানে ফেবারিটের তকমা গৌণ। আর এই ক্যাটাগরিতে ফোকাসে থাকছে বাংলাদেশের নামও। টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সই তাদের আলোচনায় নিয়ে এসেছে। একদিন আগেই লন্ডনে আইসিসির একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। অংশগ্রহণকারী প্রতিটি দলের অধিনায়কই ছিলেন। সেখানেই দেখেছেন মাশরাফি অন্য ৯ দেশের ক্যাপ্টেনরা এখন বাংলাদেশকে কতটা সমীহর চোখে দেখে। রাখঢাক না করে টাইগার ক্যাপ্টেন সরাসরি নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশকে যখন গুরুত্ব পেতে দেখি তখন আলাদা অনুভূতি কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য অধিনায়কদের কাছে যখন বাংলাদেশকে গুরুত্ব পেতে দেখি তখন খুবই ভালো লাগে।’ ইংল্যান্ড, ভারত কিংবা অস্ট্রেলিয়ার মতো টপ ফেবারিট না হয়েও বাংলাদেশ যে এবারের আসরে আলোচনায় আছে সে কম কিসে! সব শেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা কিংবা এই যুক্তরাজ্যেই আইসিসির শেষ আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে বলেই যে বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে তা নয়! বরং টাইগারদের সাম্প্রতিক ফর্মই তাদের আলোচনায় নিয়ে আসছে। কার্ডিফের সিটি সেন্টারে পরিচয় হয় লঙ্কান ক্রিকেট সমর্থক রত্নসিংহের সঙ্গে। পুরাদস্তুর এক ক্রিকেট বিশেষজ্ঞ। বিশ্বকাপে খেলা সব দলের নাড়ি-নক্ষত্র তার জানা। শুধু বিশ্বকাপ দেখার জন্যই তিনি দুই মাসের জন্য যুক্তরাজ্যে এসেছেন। কার্ডিফে তার ছোট ভাই থাকেন। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচটি দেখার জন্য তিনি যাচ্ছিলেন সোফিয়া গার্ডেনের দিকে। এবার নিজের দল নিয়ে তিনি সন্তুষ্ট নন। তবে বাংলাদেশকে ফেবারিটই বানিয়ে দিলেন রতœসিংহে, ‘দেখুন, বাংলাদেশকে হয়তো কেউ শিরোপাপ্রত্যাশীর তালিকায় রাখছে না। কিন্তু মাশরাফির এই দলকে আমার মনে হয় ৯৬-এর শ্রীলঙ্কার মতো। একসঙ্গে কতগুলো সিনিয়র ক্রিকেটার। সবাই আবার ফর্মে। জুনিয়ররাও দারুণ। আয়ারল্যান্ডে ওদের ত্রিদেশীয় সিরিজে জয়টা একটা টনিক হিসেবে কাজ করতে পারে। এই দলটি যদি শিরোপা জিতে যায় অবাক হওয়ার কিছু থাকবে না।’
শিরোনাম
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
আলোচনায় যখন বাংলাদেশ দল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
৫০ মিনিট আগে | রাজনীতি