কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া সিলেটের জকিগঞ্জে নিহত হয়েছে ডাকাত দলের এক সদস্য। গতকাল ভোররাতে এসব নিহতের ঘটনা ঘটে। কক্সবাজার প্রতিনিধি জানান, গতকাল রাত দেড়টার দিকে হ্নীলার জাদিমুরা পাহাড়ের পাদদেশে দুই রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, জাদিমুরা ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মোহাম্মদ শাহ ও আবদুস শুক্কুর। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গত ২২ আগস্ট টেকনাফের হ্নীলার যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীরা জামিমুরা পাহাড়ের পাদদেশে অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। তখন সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আটক হয়। পরে দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাদেরকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জকিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুস শহীদ ওরফে ফুলু নামের ডাকাত সদস্য নিহত হয়েছে। তার বিরুদ্ধে সিলেটের কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও মোগলাবাজারে ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের। গত রাত ২টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে বলে জানান ওসি। আবদুস শহীদ ওরফে ফুলু মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদেহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে।
শিরোনাম
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
যুবলীগ নেতা ফারুক হত্যার আসামি দুই রোহিঙ্গা বন্দুকযুদ্ধে নিহত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর