কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া সিলেটের জকিগঞ্জে নিহত হয়েছে ডাকাত দলের এক সদস্য। গতকাল ভোররাতে এসব নিহতের ঘটনা ঘটে। কক্সবাজার প্রতিনিধি জানান, গতকাল রাত দেড়টার দিকে হ্নীলার জাদিমুরা পাহাড়ের পাদদেশে দুই রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, জাদিমুরা ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মোহাম্মদ শাহ ও আবদুস শুক্কুর। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গত ২২ আগস্ট টেকনাফের হ্নীলার যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীরা জামিমুরা পাহাড়ের পাদদেশে অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। তখন সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আটক হয়। পরে দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাদেরকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জকিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুস শহীদ ওরফে ফুলু নামের ডাকাত সদস্য নিহত হয়েছে। তার বিরুদ্ধে সিলেটের কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও মোগলাবাজারে ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের। গত রাত ২টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে বলে জানান ওসি। আবদুস শহীদ ওরফে ফুলু মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদেহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
যুবলীগ নেতা ফারুক হত্যার আসামি দুই রোহিঙ্গা বন্দুকযুদ্ধে নিহত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর