কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া সিলেটের জকিগঞ্জে নিহত হয়েছে ডাকাত দলের এক সদস্য। গতকাল ভোররাতে এসব নিহতের ঘটনা ঘটে। কক্সবাজার প্রতিনিধি জানান, গতকাল রাত দেড়টার দিকে হ্নীলার জাদিমুরা পাহাড়ের পাদদেশে দুই রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, জাদিমুরা ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মোহাম্মদ শাহ ও আবদুস শুক্কুর। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গত ২২ আগস্ট টেকনাফের হ্নীলার যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীরা জামিমুরা পাহাড়ের পাদদেশে অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। তখন সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আটক হয়। পরে দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাদেরকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জকিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুস শহীদ ওরফে ফুলু নামের ডাকাত সদস্য নিহত হয়েছে। তার বিরুদ্ধে সিলেটের কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও মোগলাবাজারে ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের। গত রাত ২টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে বলে জানান ওসি। আবদুস শহীদ ওরফে ফুলু মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদেহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে।
শিরোনাম
- নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় চার কলেজে সবাই ফেল
- চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্ক কনটেন্ট, শিশু সুরক্ষা নিয়ে তীব্র বিতর্ক
- ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান
- তিন ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে ভর্তিতে ইউজিসি’র সতর্কতা
- মেক্সিকোতে প্রবল বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৬৬, নিখোঁজ ৭৫
- এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য
- ব্ল্যাকবেরি ফিরছে অ্যান্ড্রয়েড রূপে
- মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ
- মোংলায় ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক
- গাজার জন্য ৯০০ টন খাদ্য নিয়ে যাচ্ছে তুরস্কের জাহাজ
- ৭০০০ টাকায় আইফোনে ফিরে আসছে ফিজিক্যাল কিবোর্ড
- লক্ষ্মীপুরে দিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত
- ‘বন্ধুত্ব থেকে বৈরিতা’: কেন জটিল হচ্ছে পাকিস্তান–তালেবান সম্পর্ক
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে আর্মেনিয়ায় ৬ ধর্মগুরু গ্রেপ্তার
- চীন-তুরস্ক-ফ্রান্স থেকে ১৩২ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া
- যতটা সম্ভব সব মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে: হামাস
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
- ১৩৬ দিন অন্ধকারে থাকবে কানাডার যে এলাকা
- আইসিসিবিতে টেকসই পানি ব্যবস্থাপনা মেলা শুরু
যুবলীগ নেতা ফারুক হত্যার আসামি দুই রোহিঙ্গা বন্দুকযুদ্ধে নিহত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর