শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এনএসআই নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২১

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নিরাপত্তা সংস্থায় (এনএসআই) নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ২১ জনকে আটক করেছে এনএসআই সদস্যরা। গতকাল রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

আটক ২১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম এক মাস করে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেনশাহ মাহমুদ।

জানা গেছে, আটককৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই টাকার বিনিময়ে পরীক্ষা দিতে এসেছিলেন। আটককৃতরা হলেন- শাহিদ আলম, ইফরাত হোসেন, শাহিন তালুকদার, কাউছার আলী, রাফি সাদমান, বাহারুল ইসলাম, আলমগীর হোসেন, সোহেল আহমেদ, শাহাদত হোসেন, শহীদুল্লাহ, শাহজামাল, গোলাম রাব্বানী, এ এস এম ইছা খান, মাজেদুল ইসলাম, হাবিবুল বাশার, শরিফুল ইসলাম, রফিক মিয়া ও আবদুর রহিম। অপর তিনজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর