রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাবে ক্যাসিনো থেকে অবৈধভাবে দিনের আয় ছিল ৩০ লাখ টাকা। আর এ টাকার ভাগ-বাটোয়ারা হয়ে যেত ৬ জায়গায়। এমনকি প্রশাসন এবং ক্ষমতাসীন নেতা-কর্মীদের কাছেও যেত কিছু ভাগ। প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও দলীয় বিভিন্ন গ্রুপে ভাগ পৌঁছানোর দায়িত্ব ছিল বহিষ্কৃত কাউন্সিলর মমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাঈদের অন্যতম সহযোগী ঢাকা মহানগর দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামালের। আর মোহামেডান ক্লাবের সদস্য সচিব লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাশিয়ার ছিলেন ছালাউদ্দিন ও ক্লাবের মসজিদের ইমাম আওলাদ হোসেন। ছালাউদ্দিন ও আওলাদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রিমান্ডে জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের কাছে এসব তথ্য জানিয়েছেন। গত ২১ জানুয়ারি রাজধানীর মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতারের পর তাদের দুই দিনের রিমান্ডে নেয় সিআইডি। বৃহস্পতিবার তাদের রিমান্ড শেষ হয়। গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে। সিআইডি সূত্র জানায়, ছালাউদ্দিন ও আওলাদ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব লোকমান হোসেন ভূঁইয়ার দুই সহযোগী। এর আগে লোকমান পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন- তারা সংঘবদ্ধ চক্রের অন্যতম সদস্য ছালাউদ্দিন। অপরাধের মাধ্যমে করা টাকা সংগ্রহ ও বণ্টনের দায়িত্ব ছিল তার। আওলাদ হোসেন ও ছালাউদ্দিনের সার্বক্ষণিক সহযোগী হিসেবে দায়িত্ব পালন করতেন। মোহামেডান ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো ব্যবসা স্থাপন ও পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আসছিলেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, কাশেম ওই ক্লাবে ক্যাসিনো চালাতেন। ক্যাসিনো থেকে দৈনিক আয়ের টাকা ভাগ হয়ে লোকমান তার সহযোগী ছালাউদ্দিনের কাছে জমা রাখতেন ৪ লাখ টাকা। ক্লাবকেই দিতে হতো ৫ লাখ টাকা। প্রশাসনের বিভিন্ন লোকের জন্য বরাদ্দ থাকত ১০ লাখ টাকা। আর বাকি টাকার একটা অংশ নিয়ে যেতেন লোকমান এবং আরেক অংশ যুবলীগের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দেওয়া হতো। প্রশাসন ও দলীয় লোকদের টাকা পৌঁছানোর দায়িত্বে ছিলেন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন। তিনি নিজের এবং তার অনুসারীদের জন্য রাখতেন কিছু টাকা। বহিষ্কৃত কাউন্সিলর মমিনুল হক সাঈদকে মোটা অঙ্কের টাকা পৌঁছে দিতেন। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, মোহামেডান ক্লাব থেকে ছালাউদ্দিন চাঁদা আদায় করতেন। লোকমানসহ কয়েকজনের কাছে ওই চাঁদার টাকা পৌঁছে দিতেন। আর ক্যাসিনো ব্যবসায় অবৈধভাবে আয়ে জড়িত প্রত্যেককেই গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। গত বছরের ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। পরদিন তেজগাঁও থানার মাদক মামলায় লোকমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর গত বছরের ১৯ নভেম্বর অর্থ পাচার আইনে লোকমানের বিরুদ্ধে মামলা করে সিআইডি। মামলার এজাহারে বলা হয়, ২০১৮-১৯ সালে ৬৪ লাখ ২০ হাজার টাকার স্থাবর সম্পদ অর্জন করেন লোকমান। আর অস্থাবর সম্পদ অর্জন করেন ৭৩ লাখ ৭০ হাজার ৬৬৪ টাকা। সর্বমোট ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকা অর্জন করেন। লোকমান মোহামেডান ক্লাবের কক্ষ ভাড়া দিয়ে জুয়া ও মাদক ব্যবসার মাধ্যমে আয় করা অর্থ বিদেশে পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে তারা জানতে পেরেছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মোহামেডানের ক্যাসিনোর দিনে আয় ৩০ লাখ, ৬ ভাগে বাটোয়ারা
মাহবুব মমতাজী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর