রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

এশিয়ায় শীর্ষে ভারত

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৬৮ হাজার। আক্রান্তের সংখ্যা প্রায় ৬১ লাখ। আক্রান্তের দিক থেকে বর্তমানে ভারত রয়েছে এশিয়ার শীর্ষে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ভারতে গত শুক্রবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬৯ জনের মৃত্যু এবং ৮ হাজার ১০৫টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এক দিনে মৃতের সংখ্যার নিরিখে এটিই ছিল সবচেয়ে বেশি। এর এক দিন আগেই তুরস্ককে পেছনে ফেলে এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষস্থানে পৌঁছেছে ভারত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভারতে শুক্রবার পর্যন্ত মোট ৪ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন। সুস্থ হয়েছে ৮২ হাজার ৩৭০ জন। খবরে বলা হয়, করোনায় মৃতের সংখ্যায় বরাবরই এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। এখানে ২ হাজার ৯৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে ১১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৩৩ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে করোনায় ৯৮০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২০ জন মারা গেছে। সেখানে ৬ হাজার ৩৪৩ জন আক্রান্ত হয়েছে। রাজধানী দিল্লিতে ৩৯৮ জন মারা গেছে। ২৪ ঘণ্টায় সেখানে ৮২ জনের মৃত্যু হয়েছে। এখানে ৯ হাজার ১৪২ জন আক্রান্ত। মধ্য প্রদেশে করোনায় ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪২।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৩০২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৭ জন মারা গেছে। সেখানে এ পর্যন্ত ২ হাজার ৭৩৬ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া রাজস্থানে ১৮৪, উত্তর প্রদেশে ১৯৮, বিহারে ১৫, কর্ণাটকে ৪৮, জম্মু-কাশ্মীরে ২৮, অন্ধ্র প্রদেশে ৬০, তেলেঙ্গানায় ৭১, পাঞ্জাবে ৪২ ও হরিয়ানায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এসব ছাড়াও অন্যান্য রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ১ লাখ ৪ হাজার ৫৪২ : আমেরিকায় সংক্রমিত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫৪২ জন। আক্রান্ত প্রায় ১৮ লাখ। তবে তাদের মধ্যে ৫ লাখ ১৯ হাজার ৫৬৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর পরেই রয়েছে ব্রাজিল। রিপোর্ট অনুসারে ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৪৪ জন রোগীর। ১ লাখ ৯৩ হাজার ১৮১ জন রোগী সুস্থ হয়েছে। নতুন করে প্রায় সাড়ে ২৬ হাজার সংক্রমণের খবর মিলেছে ব্রাজিল থেকে। হাজারেরও বেশি মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। এর পরের তালিকায় রয়েছে রাশিয়া। এদেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৪ জন রোগীর। চতুর্থ স্থানে রয়েছে স্পেন। এ দেশে মোট আক্রান্ত ২ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১ জন রোগীর। এর পর তালিকায় রয়েছে ব্রিটেন। এখানে ২ লাখ ৭১ হাজার ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

মৃত্যুতে স্পেনকে ছাড়াল ব্রাজিল : মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ব্রাজিলে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৭৮ এ পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবার দেশটিতে নতুন এক হাজার ১২৪ কভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল শুক্রবারই মৃত্যুর তালিকাতেও স্পেনকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে সরকারি হিসাবেই শুক্রবার পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। দুই লাখ ৩৮ হাজারের বেশি জ্ঞাত আক্রান্তের স্পেনে কভিড-১৯ ২৭ হাজার ১২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে। করোনাভাইরাসে মৃত্যুতে এখন স্পেন ও ব্রাজিলের ওপরে আছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর