মহামারী করোনাভাইরাসের ভয়াবহ আঘাত পড়েছে দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাকশিল্পে। উদ্যোক্তারা জানিয়েছেন- এর প্রভাবে প্রায় ৪০ শতাংশ পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। গত তিন মাসে অর্থাৎ করোনাকালে বন্ধ হয়েছে ৩৪৮ কারখানা। আবার কিছু কারখানা ৭/৮ মাস আগেও বন্ধ হয়েছে। আর এ কারণে চাকরি হারিয়েছে প্রায় ৭০ হাজার শ্রমিক। সামনে আরও শ্রমিক ছাঁটাই হতে পারে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ সূত্র জানায়- সংগঠনটির ১ হাজার ১৫০ সদস্য কারখানার ৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক পণ্যের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে। এ কারণেই অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে। তবে ২০১৮ সালে মজুরি বৃদ্ধির পর থেকে অনেক কারখানা টিকে থাকার সক্ষমতা হারিয়ে ফেলে। এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন- আমি জানি না এখন কি হবে পোশাক শ্রমিকদের। কি হবে মালিকদের। কারণ- করোনা ভাইরাসের প্রভাবে জুনে ৩০ থেকে ৪০ শতাংশ পোশাক পণ্যের অর্ডার কমে যাবে। ইতিমধ্যে করোনাকালের গত তিন মাসেই অনেক কারখানা বন্ধ হয়েছে। সামনে আরও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজিএমইএ সদস্য ২২৭৪টি কারখানার মধ্যে এখন সচল আছে ১৯২৬টি কারখানা। বাকি ৩৪৮টি পোশাক কারখানা করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবে বন্ধ হয়ে গেছে। বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমান পরিস্থিতিতে ৪০ শতাংশ পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত অর্থে কতগুলো পোশাক কারখানা বন্ধ হবে, তা নির্ভর করছে ক্রেতাদের রপ্তানি আদেশের ওপর। ক্রেতাদের রপ্তানি আদেশই পারে কারখানা সচল রাখতে। জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি জানান, পোশাক কারখানাগুলোতে গণহারে শ্রমিক ছাঁটাই চলছে। কোন ধরনের নিয়ন- কানুন মানছেন না মালিকরা। সরাসরি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পোশাক কারখানাগুলোতে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। পুলিশ মামলাও নিচ্ছে না।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
করোনায় চাকরি নেই ৭০ হাজার পোশাক শ্রমিকের
রুহুল আমিন রাসেল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর