মহামারী করোনাভাইরাসের ভয়াবহ আঘাত পড়েছে দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাকশিল্পে। উদ্যোক্তারা জানিয়েছেন- এর প্রভাবে প্রায় ৪০ শতাংশ পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। গত তিন মাসে অর্থাৎ করোনাকালে বন্ধ হয়েছে ৩৪৮ কারখানা। আবার কিছু কারখানা ৭/৮ মাস আগেও বন্ধ হয়েছে। আর এ কারণে চাকরি হারিয়েছে প্রায় ৭০ হাজার শ্রমিক। সামনে আরও শ্রমিক ছাঁটাই হতে পারে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ সূত্র জানায়- সংগঠনটির ১ হাজার ১৫০ সদস্য কারখানার ৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক পণ্যের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে। এ কারণেই অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে। তবে ২০১৮ সালে মজুরি বৃদ্ধির পর থেকে অনেক কারখানা টিকে থাকার সক্ষমতা হারিয়ে ফেলে। এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন- আমি জানি না এখন কি হবে পোশাক শ্রমিকদের। কি হবে মালিকদের। কারণ- করোনা ভাইরাসের প্রভাবে জুনে ৩০ থেকে ৪০ শতাংশ পোশাক পণ্যের অর্ডার কমে যাবে। ইতিমধ্যে করোনাকালের গত তিন মাসেই অনেক কারখানা বন্ধ হয়েছে। সামনে আরও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজিএমইএ সদস্য ২২৭৪টি কারখানার মধ্যে এখন সচল আছে ১৯২৬টি কারখানা। বাকি ৩৪৮টি পোশাক কারখানা করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবে বন্ধ হয়ে গেছে। বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমান পরিস্থিতিতে ৪০ শতাংশ পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত অর্থে কতগুলো পোশাক কারখানা বন্ধ হবে, তা নির্ভর করছে ক্রেতাদের রপ্তানি আদেশের ওপর। ক্রেতাদের রপ্তানি আদেশই পারে কারখানা সচল রাখতে। জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি জানান, পোশাক কারখানাগুলোতে গণহারে শ্রমিক ছাঁটাই চলছে। কোন ধরনের নিয়ন- কানুন মানছেন না মালিকরা। সরাসরি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পোশাক কারখানাগুলোতে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। পুলিশ মামলাও নিচ্ছে না।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
করোনায় চাকরি নেই ৭০ হাজার পোশাক শ্রমিকের
রুহুল আমিন রাসেল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর