শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এশিয়ায় জাপানের বড় বিনিয়োগ আসছে আড়াইহাজারে

নিজস্ব প্রতিবেদক

এশিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার ইকোনমিক জোনে আসছে শিল্পোন্নত দেশ জাপান। গতকাল দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে অটোমোবাইল কারখানা স্থাপনের চিন্তা করছে জাপান। নারায়ণগঞ্জের আড়াইহাজার স্পেশাল ইকোনমিক জোনে তাঁর দেশটি বড় ধরনের বিনিয়োগ করবে, এ বিনিয়োগ হবে এশিয়ার মধ্যে বৃহৎ।

রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে ২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার পরও যাতে জাপানে শুল্ক সুবিধা পায় সে বিষয়টি নিয়ে ইতিবাচক চিন্তা করছে তাঁর দেশের সরকার। এজন্য দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা অগ্রাধিকার চুক্তি হতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন। এসব বিষয়ে আলোচনার জন্য দ্বিপক্ষীয় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের কথাও বলেন তিনি। মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে ১০০ স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। এগুলোয় জাপান বিনিয়োগ করলে লাভবান হবে। বাংলাদেশ জাপানের তৈরি গাড়ির বড় বাজার। বাংলাদেশে জাপান গাড়ি তৈরির কারখানা স্থাপন করলেও তা লাভজনক হবে। এ সময় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর