বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অটো পাসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

অটো পাসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, শিক্ষা ব্যবস্থায় অটো পাস শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে। প্রচলিত শিক্ষা পদ্ধতিতেই শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল জাপার বনানী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮ প্রতিনিধি দলের সঙ্গে পৃথক দুটি মতবিনিময়কাল এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, যে শিক্ষার্থীরা করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চাইবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আবার যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইবে না, তাদের জন্য অটোপাসের ব্যবস্থা থাকতে পারে। কিন্তু যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ এবং প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চাইবে তাদের জন্য অবশ্যই সচল করতে হবে শিক্ষাব্যবস্থা। জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতি গঠনের স্বার্থেই শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বাবলু। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি, মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮-এর সভাপতি মো. আবদুল কাদের, সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর