শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা
রিমান্ডে জাপানি হান্নান

দীর্ঘদিনের বিরোধ থেকেই গুলি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী আবদুর রশিদকে গুলি করে হত্যার বিষয়ে জাপানি হান্নান দাবি করেছেন, বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহ নিয়ে তার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। তার জের ধরেই তাকে গুলি করে হত্যা করা হয়। চার দিনের রিমান্ডের প্রথম দিন গতকাল  পুলিশি জিজ্ঞাসাবাদে জাপানি হান্নান এ কথা বলেছেন।

বৃহস্পতিবার জাপানি হান্নানসহ ৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত। এরমধ্যে জাপানি হান্নানকে ৪ দিন, বাকি ৭ আসামিকে দুই দিন করে রিমান্ডের আদেশ দেন বিচারক। পুলিশ গতকাল জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের জানিয়েছে- শুধু ময়লা নয়, এলাকা আধিপত্য নিয়েও রশিদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল।  উল্লেখ্য, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আইনুসবাগ (চাঁদনগর) এলাকার বালি ফেলাকে কেন্দ্র করে দিনদুপুরে আবদুর রশিদকে গুলি করে হত্যা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর