বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করতে বিএনপি এখন সরকারের পদত্যাগ দাবি করছে। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের ‘টপ টু বটম’ দল থেকে পদত্যাগ করা উচিত। গতকাল সরকারি বাসভবনে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গত কয়েক দিনে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে যে তান্ডবলীলা চালানো হয়েছে তা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ নিয়ে বিএনপি নেতারা বলেছেন এর সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। তাদের এ কথা শুনলে হাসি পায়, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ ধরনের সব সন্ত্রাসী কার্যকলাপের উসকানি ও প্রশ্রয় দিচ্ছে। জনগণের সম্পদে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশদাতা হয়ে আবার তারা সমাবেশও করে।

 বিএনপির মায়াকান্না মাছের পুত্র শোকের মতো। তিনি বলেন, গত চার দশক পার হলেও বিএনপির রাজনীতি থেকে সন্ত্রাসনির্ভরতা একটুও কমেনি।  জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতি যারা করে আসছে তাদের কাছে জনস্বার্থের চেয়ে ক্ষমতা ভোগই অধিকতর কাক্সিক্ষত। ক্ষমতা ফিরে পাওয়ার মোহে বিএনপি এখন অন্ধ। বিএনপিকে সরকারের অন্ধ সমালোচনা না করে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং জনগণকেও স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করুন। এটাই দেশপ্রেমিক নাগরিক হিসেবে সবার দায়িত্ব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর