রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পাল্লেকেলে টেস্ট ড্রয়ের পথে

ক্রীড়া প্রতিবেদক

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে উইকেটহীন দিন দেখল ক্রিকেটমোদীরা। ব্যাটিংবান্ধব উইকেটে সারা দিন টিকে ছিলেন দিমুথ করুণারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশের বোলারদের জন্য নিষ্ফল এই দিনে ৭৬ ওভার খেলে রানের খাতায় ২৮৩ যোগ করলেন দুজন। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৫১২ রান করল তিন উইকেট হারিয়ে। পঞ্চম দিনে দুই দল খেলতে নামবে ড্রয়ের কথা ভেবেই।

বাংলাদেশের ৫৪১ রানের জবাবে খেলতে নেমে তৃতীয় দিনে তিনটি উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। উইকেটে টিকে ছিলেন করুণারত্নে ও ধনাঞ্জয়া। চতুর্থ দিন শেষেও অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন এ দুজন। সারা দিন ৭৬ ওভার খেলে ২৮৩ রান সংগ্রহ করেন দুজন। করুণারত্নে ৪১৯ বল খেলে ২৫টি চার হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন (২৩৪*)। ধনাঞ্জয়া ২৭৮ বল খেলে ২০টি চার হাঁকিয়ে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেন (১৫৪*)। বাংলাদেশের দুই সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরির জবাবে এক ডাবল সেঞ্চুরি, এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি (থিরিমানে ৫৮) করল শ্রীলঙ্কা। ম্যাচের বাকি মাত্র একদিন। লঙ্কানদের প্রথম ইনিংসের ব্যাটিংই শেষ হয়নি। তাছাড়া বোলারদের জন্য কঠিন পরীক্ষার এই উইকেট থেকে হঠাৎ করে বড় কিছু আশা করাও কঠিন। পাল্লেকেলে টেস্টের শেষদিনে ড্রয়ের চেয়ে বেশি কিছু হয়তো লুকিয়ে নেই!

সর্বশেষ খবর