বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

সোহরাওয়ার্দীতে আপাতত গাছ না কাটার নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ না কাটার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আদালতের রায় উপেক্ষা করে উদ্যানে গাছ কাটা নিয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে এ আদেশ দিয়েছে হাই কোর্ট। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এক আইনজীবীর আনা ‘আদালত অবমাননার’ অভিযোগের রিট শুনানি গতকাল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। হাই কোর্ট সরকারের প্রধান আইন কর্মকর্তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেয়। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক মামনুর রহমান বলেন, ‘আমাদের আদেশটা হচ্ছে আগামী ২০ তারিখ (২০ মে) আসবে  (শুনানির জন্য)। আপনি (অ্যাটর্নি জেনারেল) মৌখিকভাবে বলে দেবেন আপাতত যাতে গাছ না কাটে।’ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ সময় আদালতকে আশ্বস্ত করে বলেন, ‘আমি এখনই কথা বলছি।’ অভিযোগকারী আইনজীবী মনজিল মোরসেদ নিজেও আদালতে আবেদনটির ওপর শুনানিতে ছিলেন। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের দুটি প্রেক্ষাপট। একটি ঐতিহাসিক, অন্যটি আইনগত ও পরিবেশগত। ঐতিহাসিক দিক বিবেচনা করে হাই কোর্ট যে রায় দিয়েছে সে রায়ের নির্দেশনা অনুসারে কী করা হচ্ছে তা কখনই জানানো হয়নি, প্রকাশ করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে নির্দেশনার বাইরে কাজ হচ্ছে, কাজ করছে। অথচ ওই নির্দেশনাগুলো গত ১১ বছরেও বাস্তবায়ন হয়নি। এটা আদালত অবমাননা।’

সর্বশেষ খবর