রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

বিশ্বরক্ষার কৃতিত্ব নিতে গিয়ে মোদি সরকার জনগণকেই বিপদে ফেলেছে

প্রতিদিন ডেস্ক

বিশ্বরক্ষার কৃতিত্ব নিতে গিয়ে মোদি সরকার জনগণকেই বিপদে ফেলেছে

অমর্ত্য সেন

ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ব্যঙ্গ করে বলেছেন, দেশটির বর্তমান সরকার ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত। এ রোগ হলে সত্য-মিথ্যা বিচার করার ক্ষমতা লোপ পায়, যার ফলে রোগী অনেকটা ভ্রমের মধ্যে বসবাস করে। ভারত সরকারও সে রোগে আচ্ছন্ন। ফলে করোনা মহামারীতে বিশ্বরক্ষার কৃতিত্ব নিতে গিয়ে মোদি সরকার জনগণকেই বিপদে ফেলেছে। শুক্রবার রাষ্ট্রীয় সেবা দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোদি সরকারকে এভাবেই কাঠগড়ায় তোলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, অমর্ত্য সেনের মতে ভারত সরকার নিজের জনগণকে রক্ষায় যথেষ্ট ব্যবস্থা না নিয়েই বিশ্বরক্ষার কৃতিত্ব দাবি করতে নেমেছিল। আর তার কারণেই দেশটিতে এত ভয়াবহ হয়ে উঠেছে করোনার মহামারী। প্রখ্যাত এই অর্থনীতিবিদ বলেন, ভারত নিজেরাই টিকা উৎপাদন শুরু করেছিল। তা ছাড়া ভারতীয়দের রোগপ্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক বেশি। স্বাভাবিক কারণেই করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় ছিল ভারত। তার পরও সংক্রমণের এই যে ভয়াবহ অবস্থা তার পেছনে মোদি সরকারের ‘সংশয়াচ্ছন্ন’ মনোভাবই দায়ী। অর্থাৎ তারা ‘সিজোফ্রেনিয়া’ রোগে আচ্ছন্ন। অমর্ত্য সেন আরও বলেন, বৈশ্বিক এ মহামারী কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা না ভেবে মোদি সরকার বরং নিজেদের কৃতিত্ব নিতেই বেশি ব্যস্ত ছিল। যার ফলে ওই সিজোফ্রেনিয়া তৈরি হয়। সরকার গোটা বিশ্বের কাছে এমন একটা কৃতিত্ব নিতে চেয়েছিল যে ভারত যেন বিশ্বকে রক্ষা করবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর