বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা
হাই কোর্টে এক দিনের জন্য ৩৮ বেঞ্চ

অধস্তন আদালতে আজ থেকে চলবে ভার্চুয়াল বিচার

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে ১ জুলাই থেকে বন্ধ থাকা সারা দেশের অধস্তন আদালতে আজ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ শুরু হচ্ছে। তবে ভার্চুয়াল এই বিচারকাজে কোনো মামলায় সাক্ষ্যগ্রহণের সুযোগ থাকছে না। অন্যদিকে আজ এক দিনের জন্য হাই কোর্টের ৩৮টি বেঞ্চকে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার দায়িত্ব

দিয়েছেন প্রধান বিচারপতি। গতকাল সুপ্রিম কোর্টের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষ্যগ্রহণ ব্যতিরেকে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শারীরিক উপস্থিতি ছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের অধঃস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে আবেদন দাখিল, শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করা যাবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে মামলা করা যাবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা শারীরিক উপস্থিতিতে আত্মসমর্পণ আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গণে এবং আদালত ভবনে কোনোরকম জনসমাগম না ঘটে। অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন শুনানির সময় এবং মামলার অন্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। হাজতি-আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে কারাগারে ভিডিও কনফারেন্সের লিংক পাঠিয়ে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগার কর্তৃপক্ষের সহযোগিতায় ভার্চুয়ালি দেখে রিমান্ড শুনানি করতে পারবেন। এর আগে গত ৩০ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন পৃথক পৃথক বিজ্ঞপ্তি দিয়ে দেশের সব আদালত বন্ধ ঘোষণা করে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় খোলা রাখা হয় ম্যাজিস্ট্রেট আদালত।

সর্বশেষ খবর