রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আন্দোলন-সংগ্রামে ২০ দল পরীক্ষিত জোট

নিজস্ব প্রতিবেদক

আন্দোলন-সংগ্রামে ২০ দল পরীক্ষিত জোট

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেছেন, ২০-দলীয় জোট আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত ও বিশ্বস্ত। সরকারের অনেক প্রলোভনে তারা জোটকে ভাঙতে পারেনি। তাই আওয়ামী দুঃশাসন থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম জোরদার করতে        হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একসঙ্গে কর্মসূচি দেব।

গতকাল লেবার পার্টির উদ্যোগে ‘করোনা, লকডাউন ও জনদুর্ভোগ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও মহাসচিব ফারুক রহমানের সঞ্চালনায় এতে অংশ নেন ২০-দলীয় জোটের শরিক দলের নেতা মাওলানা আবদুল হালিম, মোস্তফা জামাল হায়দার, মাওলানা মো. ইসহাক, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ড. ফরিদুজ্জামান ফরহাদ, মাওলানা আবদুর রকীব, খন্দকার লুৎফর রহমান, কারী আবু তাহের, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, জুলফিকার বুলবুল চৌধুরী, মুফতি মহিউদ্দিন ইকরাম, সৈয়দ মাহবুব হোসেন, সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর