শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জ্বালানির মূল্যবৃদ্ধিতে আজ পরিবহন ধর্মঘট

ভাড়া বৃদ্ধি, ভোগান্তি জনগণের

নিজস্ব প্রতিবেদক

গুরুত্বপূর্ণ দুই জ্বালানি ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির কারণে অস্থির হয়ে উঠেছে দেশের গণপরিবহন খাত। তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে আজ সকাল থেকে সারা দেশে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিকরা। গাবতলীভিত্তিক পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কাল (আজ) থেকে সারা দেশে পরিবহন চলাচল বন্ধ থাকবে। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়ন জানায়, দাম বৃদ্ধির সিদ্ধান্ত ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না হলে শুক্রবার ভোর ৬টা থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে এ কর্মসূচি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কোনো গাড়ি চলবে না সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য। অন্যদিকে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। অনেক স্থানে লোকসানের আশঙ্কায় বাস মালিকরা সড়কে বাস বের করেননি। পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান ভাড়ায় তারা গাড়ি চালিয়ে পোষাতে পারবেন না। জ্বালানি মূল্যবৃদ্ধির জন্য অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীরাও ক্ষুব্ধ। সংশ্লিষ্টরা বলেন, জ্বালানি তেলের মূল্য একসঙ্গে ১৫ টাকা বৃদ্ধির ফলে পরিবহন, সেচ ও কৃষিতে ব্যয় বৃদ্ধি পাবে। এর প্রভাব পড়তে পারে বিদ্যুতের দামেও। সবমিলে সাধারণ মানুষের ওপর চাপ বৃদ্ধি পাবে। দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে। তেলের দাম বৃদ্ধির পর গতকাল মালিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সেখানে বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব তৈরি করেছেন। এটি গতকাল যোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা জানান নেতারা। বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের সভাপতি তালুকদার মনির বলেন, তেলের বর্ধিত দাম প্রত্যাহার না করলে শুক্রবার সকাল থেকে পণ্য পরিবহনবাহী সব যানবাহন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে। মালিক-শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে যৌথভাবে এ সিদ্ধান্ত হয়েছে। বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সরকারকে হয় এই মূল্যবৃদ্ধি বাদ দিতে হবে না হয় গাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ ট্রাক, কভার্ডভ্যান, ট্যাংক, লরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এ অবস্থায় গাড়ি চালানো সম্ভব নয়। মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। আমরা তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। এ ধারাবাহিকতায় শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে। তবে আজ ভোর থেকে বাস চলবে কি না তা এখনো জানা যায়নি।   প্রসঙ্গত গত ৩ নভেম্বর বুধবার মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহনের ভাড়া বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা এখনো না এলেও অনেক এলাকায় মালিকরা নিজেরাই নিজেদের মার্জিমাফিক ভাড়া বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ আসছে। বাস মালিকরা জানান, গতকাল জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে রাজধানীর অর্ধেক বাস চলেনি। কারণ, নতুন দামে ডিজেল কিনে আগের ভাড়ায় বাস চালালে লাভ থাকবে না। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ১০ টাকা বাড়িয়ে রাখা হচ্ছে। পরিবহন মালিকরা জানান, গাজীপ্রু থেকে মতিঝিল ঘুরে আসতে আগে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা লাগত কিন্তু তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গতকাল থেকে লাগছে ২ হাজার ৩০০ টাকা। মিরপুর দুয়ারীপাড়া থেকে মিরপুর ১ নম্বর রুটে চলাচলকারী লেগুনা চালকরাও জানান, ভাড়া না বৃদ্ধি করলে তাদের পোষাবে না। তেলের দাম বৃদ্ধির ফলে এরই মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা চলাচলকারী অধিকাংশ বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছে। পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ বাস ডিজেলে চলে। আর ডিজেলের দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। গতকাল সকাল থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এসি এবং নন-এসি বাসে জনপ্রতি ১০ থেকে ১৪ টাকা বৃদ্ধি করা হয়। রাতারাতি অতিরিক্ত ভাড়া বৃদ্ধিতে নাখোশ সাধারণ যাত্রী। যাত্রীরা টিকিট কাউন্টারে এসে এ জন্য ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু নিরুপায় হয়ে বাড়তি ভাড়াতেই টিকিট কাটেন। ডিজেলের দাম বৃদ্ধির কারণে আজ সকাল ৬টা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিকরা। প্রভাব পড়েছে নৌ পরিবহন খাতেও। ইতিমধ্যেই বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে লঞ্চের কর্মচারীদের সফঙ্গ যাত্রীদের বাদানুবাদও হচ্ছে। লঞ্চ কর্মচারীরা জানান, অতিরিক্ত ভাড়া আদায় না করলে তাদের জ¦ালানি ব্যয় উঠবে না।

সর্বশেষ খবর