সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ শুরু হবে আগামী ২ ডিসেম্বর। প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাস মহামারীর কারণে যথাসময়ে এ বছর পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। পরীক্ষা চলাকালীন আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, এবারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড থেকে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেবে। ২ হাজার ৬২১টি কেন্দ্রে এসব পরীক্ষা চলবে। তিনি বলেন, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বেড়েছে যথাক্রমে ১২০টি ও ২০টি। বিদেশের আটটি কেন্দ্র থেকে মোট ৪০৬ জন পরীক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীদের হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরে প্রবেশ করলে তার নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ শিক্ষাবোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএস-এর মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তাও ছবি তোলা যায় এমন ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ২৫টি এমসিকিউ এর মধ্যে ১২টির উত্তর দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের ৩০টি এমসিকিউ এর মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষা ১১টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে। উভয় পরীক্ষা হবে এক ঘণ্টা ১৫ মিনিটের। দীপু মনি বলেন, কেন্দ্রের ভিতরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরীক্ষা হলেও আমরা লক্ষ্য করছি কেন্দ্রের বাইরে অভিভাবকরা সামাজিক দূরত্ব অথবা স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছেন না। আমরা আশা করব অভিভাবকরা এটি মেনে চলবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে। কখনো কখনো এসব কোচিং সেন্টারকে ভিত্তি করেই বিভিন্ন গুজব ছড়ানোর অপচেষ্টা করা হয়। তাই পরীক্ষা চলাকালীন সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি কোচিং সেন্টারের মালিকরা এটি মেনে চলবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদারক করছেন। আগামী জানুয়ারির শুরুতে বই বিতরণের ব্যাপারে মন্ত্রী বলেন, সময়মতো শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হবে। উৎসব করে বই বিতরণ হয়তো আমরা এবারও করতে পারব না।
শিরোনাম
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
কোচিং সেন্টার বন্ধ ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি : দীপু মনি
এইচএসসি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
১১ মিনিট আগে | জাতীয়

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় জলবায়ু অর্থায়ন ন্যায্যভাবে বণ্টন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
১ ঘণ্টা আগে | জাতীয়