সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ শুরু হবে আগামী ২ ডিসেম্বর। প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাস মহামারীর কারণে যথাসময়ে এ বছর পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। পরীক্ষা চলাকালীন আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, এবারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড থেকে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেবে। ২ হাজার ৬২১টি কেন্দ্রে এসব পরীক্ষা চলবে। তিনি বলেন, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বেড়েছে যথাক্রমে ১২০টি ও ২০টি। বিদেশের আটটি কেন্দ্র থেকে মোট ৪০৬ জন পরীক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীদের হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরে প্রবেশ করলে তার নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ শিক্ষাবোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএস-এর মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তাও ছবি তোলা যায় এমন ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ২৫টি এমসিকিউ এর মধ্যে ১২টির উত্তর দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের ৩০টি এমসিকিউ এর মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষা ১১টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে। উভয় পরীক্ষা হবে এক ঘণ্টা ১৫ মিনিটের। দীপু মনি বলেন, কেন্দ্রের ভিতরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরীক্ষা হলেও আমরা লক্ষ্য করছি কেন্দ্রের বাইরে অভিভাবকরা সামাজিক দূরত্ব অথবা স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছেন না। আমরা আশা করব অভিভাবকরা এটি মেনে চলবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে। কখনো কখনো এসব কোচিং সেন্টারকে ভিত্তি করেই বিভিন্ন গুজব ছড়ানোর অপচেষ্টা করা হয়। তাই পরীক্ষা চলাকালীন সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি কোচিং সেন্টারের মালিকরা এটি মেনে চলবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদারক করছেন। আগামী জানুয়ারির শুরুতে বই বিতরণের ব্যাপারে মন্ত্রী বলেন, সময়মতো শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হবে। উৎসব করে বই বিতরণ হয়তো আমরা এবারও করতে পারব না।
শিরোনাম
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
কোচিং সেন্টার বন্ধ ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি : দীপু মনি
এইচএসসি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর