প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ৪২ হাজার ইয়াবা পাচারের সময় জব্দ প্রাইভেট কার খাদে পড়ে সোনারগাঁ থানার দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় এক এএসআই গুরুতর আহত ও চালক নিখোঁজ রয়েছেন। গত রাত পৌনে ৭টার দিকে পৌরসভার দত্তপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে এসআই কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসআই শরীফুল ইসলাম। দুর্ঘটনায় আহত আরেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় আরও এক নিখোঁজকে উদ্ধারে ডুবুরিরা কাজ করছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ৪২ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দের ঘটনায় আয়োজিত প্রেস ব্রিফিং শেষে সোনারগাঁ থানার এসআই কাজী সালেহ আহম্মেদ, শরীফুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলাম থানায় ফিরছিলেন। পথে সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় তাদের বহনকারী কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কাজী সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে প্রাইভেটকারটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী টমটমচালক মোক্তার হোসেন জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দত্তপাড়া বাদশা গ্যারেজের সামনে প্রাইভেটকার দ্রুতগতিতে এসে পুকুরে পড়ে মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে পুলিশের তিন সদস্যকে উদ্ধার করে হাসপাতালে আমার টমটমে করে নিয়ে আসি। হাসপাতালে আনার পর দুজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত এএসআইকে আমি নিজেই চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল আমিন বলেন, দুই পুলিশ কর্মকর্তা শ্বাসরোধে নিহত হয়েছেন। গাড়িটি পানির নিচে তলিয়ে যাওয়ায় তাদের শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যার মধ্যে দুজন মারা গেছেন। আমাদের জানানো হয়েছে, ঘটনাস্থলে একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে আমরা চেষ্টা চালাচ্ছি। উল্লেখ্য, এর আগে সকালে কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেটকারযোগে আসা ৪২ হাজার ইয়াবাসহ আলমগীর নামে একজনকে সোনারগাঁ উপজেলার মেঘনা ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষে জব্দ করা প্রাইভেটকারযোগে পুলিশ কর্মকর্তারা থানায় ফিরছিলেন।
শিরোনাম
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
- বগুড়ায় থামছে না পেঁয়াজের ঝাঁজ, বিপাকে ক্রেতা
- পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ
- ‘রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়’
- উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা ‘আপাতত’ নয়
- ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
- পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
- ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির উঠান বৈঠক
- কেরানীগঞ্জে র্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
- বদলে যাচ্ছে পাকিস্তান সেনাপ্রধানের পদবি!
- ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
- নির্বাচনের আগে গণভোট নয়, ভোটের দিনেই গণভোট হবে : মির্জা ফখরুল
- গণফোরামের গোপালগঞ্জ সদর আসনে প্রার্থী ঘোষণা
কোটি টাকার ইয়াবাসহ জব্দ গাড়ি খাদে, দুই পুলিশ কর্মকর্তা নিহত
আহত ১ নিখোঁজ ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর