সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিএনপি না বুঝেই নাচ-গান করছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি না বুঝেই নাচ-গান করছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি আইনটি না বুঝেই বলছে, এইটা নাই, ওইটা আছে। এসব নাচ-গান শুরু করে দিয়েছে। গতকাল জাতীয় সংসদে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ উত্থাপনের আগে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত আইন প্রণয়নে এ বিল উত্থাপনের   বিরোধিতা করেছিলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এ সময় আইনমন্ত্রী বলেন, ‘উনারা (বিএনপি) এই আইন না পড়েই মন্তব্য করছেন। উনারা মনে করেছিলেন এই আইনটি একটি পলিটিক্যাল ইস্যু। মহামান্য রাষ্ট্রপতি যে দুবার সার্চ কমিটি করেছেন, যেটা আইনসিদ্ধ ছিল, এই আইনের মাধ্যমে  সেটাও আইনের আওতায় আনা হলো। এটা (সার্চ কমিটি) কনসেনশাসের ভিত্তিতে করা হয়েছিল। উনাদের কথা হচ্ছে, যা করেন করেন, তাল গাছ আমার। আনিসুল হক বলেন, তাল গাছ উনাদের না। তাল গাছ জনগণের। উনারা না বুঝে বলছেন। আইনটা যখন করে ফেললাম পালের হাওয়া চলে গেছে।  সেজন্য এখন কী বলবেন। বলছেন, এইটা নাই, ওইটা আছে, ওইটা নাই। এসব নাচ-গান শুরু করে দিয়েছেন। বিএনপির হারুনুর রশীদ বিল উত্থাপনের বিরোধিতা করে বলেন, এই খসড়া আইনটি প্রশ্নবিদ্ধ।

এই আইন দিয়ে বর্তমান সংকটের নিরসন হবে না। আইনমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন এ রকম একটি আইন প্রণয়নের জন্য রাজনৈতিক দল ও সুধী সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। এই কথা বলার পর তিনি কী করে এই আইনটি আনেন? বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে খসড়া আইনের প্রতিক্রিয়ায় বলা হয়েছে- ‘যাহা লাউ তাহা-ই কদু’।

সর্বশেষ খবর