বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাসে টিকার দুই ডোজ নেওয়া শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাসে টিকার দুই ডোজ নেওয়া শিক্ষার্থীরা

দীর্ঘ এক মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পর গতকাল ক্লাসে ফিরেছেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। দুই ডোজ নেওয়া শিক্ষার্থীরা গতকাল থেকে ক্লাস শুরু করেছেন। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে চলছে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম। এদিকে গতকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ করতে চাই না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন জাতীয় শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গতকাল তিনি এ আহ্বান জানান।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে গতকাল ছাত্র-ছাত্রীদের ছিল প্রাণবন্ত উপস্থিতি। রাজধানীর হাতিরঝিল মধুবাগে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আবদুস সাত্তার প্রতিবেদককে বলেন, গতকাল মাধ্যমিকে সপ্তম, অষ্টম ও দশম শ্রেণির ক্লাস নির্ধারিত ছিল। স্কুল খোলার প্রথম দিনেই ৯০ শতাংশের বেশি ছাত্র-ছাত্রী সশরীরে ক্লাসে অংশ নিয়েছে। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নিতে কোনো সমস্যা হবে না।

জানা গেছে, এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী, দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হবে। আর অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন করে সশরীরে ক্লাস চলবে। প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে ২ মার্চ।

রাজধানীর সিদ্ধেশরী বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্লাসে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে সব প্রস্তুতি নিয়ে ক্লাস শুরু হয়েছে গতকাল।

সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাস নিচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান রয়েছে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে ক্লাস নেওয়া।

গতকাল সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে নতুন কারিকুলামের আওতায় ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্যবইয়ে শুরু হয় পাইলটিং কার্যক্রম। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার কারণে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ করতে চাই না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।

শাবিতে ৩৬ দিন পর সশরীরে ক্লাস শুরু : আমাদের শাবি প্রতিনিধি জানান, টানা ৩৬ দিন পর বন্ধের পর শাহজালাল বিজ্ঞান (শাবি) ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সশরীরে ক্লাস শুরু হয়েছে। গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার পর থেকে বন্ধ ছিল ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকাল ৯টা থেকে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়।

 

ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে আতিফা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। বিগত দিনে আমাদের যে সময়ক্ষেপণ হয়েছে, আশা করছি তা কাটিয়ে উঠতে পারব। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, আগের রুটিন অনুযায়ীই বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর