মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

আরও কমল টাকার মান

নিজস্ব প্রতিবেদক

আবারও টাকার মান কমিয়ে ডলারের দর বাড়ানো হয়েছে। টাকার বিপরীতে ডলারের বিনিময় মূল্য ৪০ পয়সা বৃদ্ধি করে ৮৮ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সিন্ধান্ত নেওয়া হয়। এর আগে ১৬ মে ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এরপর আরও ১০ পয়সা বাড়ানো হয়।

ডলার নিয়ে কয়েকদিন ধরেই দেশের বাজারে অস্থিরতা চলছে। গত সপ্তাহে ১০৫ টাকা পর্যন্ত খোলাবাজারে ডলার বিক্রি হয়েছে। ব্যাংকগুলোতে যা ৯৬ থেকে ৯৭ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এ অস্থিরতার মধ্যে বাংলাদেশ ব্যাংক বেশকিছু পদক্ষেপ নেয়। এতে দর কিছু কমে আসে। তবে এতে ডলার সংকট এখনো কাটেনি বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছে। বিশেষ এলসি খুলতে এখনো ব্যবসায়ীদের ৯৫ টাকার ওপরে দর দিতে হচ্ছে। অনেক ব্যাংক ১০০ টাকা দরে প্রবাসী আয় সংগ্রহ করছে ও রপ্তানি বিল নগদায়ন করছে। আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে বলে অনেকে জানিয়েছেন। সরকারি একটি সংস্থা থেকে রাষ্ট্রায়ত্ত শীর্ষ একটি ব্যাংকের কাছে গতকাল ২০ হাজার ডলার চাওয়া হয়। পূর্বে জিও করার একটি ট্যুরের জন্য এ ডলার চাওয়া হয়। তবে তারাও ডলার দিতে পারেনি বলে জানা গেছে।

ডলার নিয়ে অস্থিরতা চলতি বছরে শুরু থেকেই চলছে। জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আর ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিল। গত ২৭ এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে ১ ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। ৯  মে ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে প্রতিদিনই ডলার বিক্রি করছে। আর ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়াচ্ছে। এভাবে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর