বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি

সুনামগঞ্জ প্রতিনিধি

সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার পতন নিয়ে বিএনপি দিবাস্বপ্ন দেখছে। তারা জনগণ থেকে দূরে সরে গেছে। এ জন্য জনগণ তাদের ত্যাগ করেছে। কাজেই তারা অনেক কথা বলেন, যেগুলোর বাস্তবতার সঙ্গে মিল নেই। এই বন্যায় সরকার কী করছে তা আপনারা দেখছেন। প্রধানমন্ত্রী সেই রাতে ঘুমাননি। তাৎক্ষণিক তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এখানে আসার জন্য। আমাদের নির্দেশনা দিয়েছেন ব্যবস্থা নিতে। গতকাল সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রমসহ সার্বিক বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সুনামগঞ্জের দিকে সবার নজর ঘুরেছে। এই বন্যায় সুনামগঞ্জের আরও পরিচিতি পেয়েছে। আগেই পরিচিত ছিল, এবার পরিচিতি আরও বেড়েছে। ইট ইজ এ গুড থিনক ফর আস। সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই। আর সবচে আনন্দের দিকটি হচ্ছে, দুর্গতদের পাশে মানুষের অংশগ্রহণ।’ সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও মোয়াজ্জেম হোসেন রতন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কামরুল হোসাইন, অ্যাডিশনাল ডিআইজি নূরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, উপজেলা চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল।

সর্বশেষ খবর