শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শেখ হাসিনার চার দিনের ভারত সফর শুরু ৫ সেপ্টেম্বর

নয়াদিল্লি প্রতিনিধি

নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ঘোষণা করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ৫ সেপ্টেম্বর ভারতে আসছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘এ সফরে উভয় দেশের মধ্যকার বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। কেননা এ সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার।’ তিনি বলেন, সাম্প্রতিক সময়ে উভয় দেশের সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ রয়েছে।

মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ সফরে এসেছিলেন ২০১৯ সালে। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সম্ভবত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। ঢাকা ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী আজমির দরগায় যাবেন। দ্বিপক্ষীয় বৈঠকের সময় অথবা সরকারি ভোজসভায় বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা আমন্ত্রিত হবেন কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত তেমন কোনো কর্মসূচি স্থির হয়নি। অতীতে কী হয়েছিল সে বিষয়ে মন্তব্য করতে চাই না।’ উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে জানিয়েছিলেন তাঁর দিল্লি সফরের সময় সাক্ষাৎ হতে পারে। কিন্তু ভারত সরকার মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানাচ্ছে কি না তা এখনো নিশ্চিত নয়। পশ্চিমবঙ্গ দৈর্ঘ্যে বাংলাদেশের সঙ্গে সব থেকে দীর্ঘ সীমান্ত অংশীদার। এ ছাড়া মেঘালয়, মিজোরাম, আসাম ও ত্রিপুরাও রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য। সূত্র জানান, প্রধানমন্ত্রী মোদি অথবা রাষ্ট্রপতি মুর্মু সফররত প্রধানমন্ত্রীর জন্য সরকারি ভোজ দিতে পারেন। দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য বিবৃতি দেবেন। পরে যৌথ বিবৃতি প্রকাশ হবে। এ ছাড়া কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে যার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানান, বাংলাদেশকে ভারত সব সময় গুরুত্ব দেয়। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এনার্জি, পানিসম্পদ, যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফয়সালা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও সংসদ সদস্য প্রিয়াংকা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। সোনিয়া গান্ধীর মাতৃবিয়োগের কারণে তাঁরা দুজনই এখন ইতালিতে রয়েছেন। তবে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর সঙ্গে দেখা হতে পারে।

 

 

 

সর্বশেষ খবর