মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

থেমে থেমে গোলাগুলি সীমান্ত সিলড্

বান্দরবান প্রতিনিধি

থেমে থেমে গোলাগুলি সীমান্ত সিলড্

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গতকালও মিয়ানমারের সরকারি বাহিনী এবং গেরিলাদের মধ্যকার গোলাগুলি অব্যাহত ছিল। নাইক্ষ্যংছড়ি থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ সীমান্ত সিলড করে রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তমব্রু এলাকার বাসিন্দা এনামুল হক জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তমব্রু, বাইশফাঁড়ি, ফাত্রাঝিরি, কোনারপাড়া থেকে গতকালের গোলাগুলির শব্দ অন্যদিনের তুলনায় অনেক কম শোনা গেছে। নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, ওয়ালিডং পাহাড় এবং খ্য মং সেক পাহাড় থেকে সরকারি বাহিনী ও গেরিলারা পরস্পরকে লক্ষ্য করে মর্টার শেল ও ভারী গোলা ছুড়ছে। এ দুটি এলাকায় মিয়ানমারের উপজাতীয় কয়েকটি সম্প্রদায় বসবাস করে। যুদ্ধের কারণে তাদের পক্ষে সেখানে থাকা দিন দিন কঠিন হয়ে পড়েছে। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে এসব উপজাতীয় সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।  এ ব্যাপারে জানতে চাইলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, অনুপ্রবেশ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে নাইক্ষ্যংছড়ি থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ সীমান্ত সিলড করে রাখা হয়েছে।

সর্বশেষ খবর