বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে নির্বাচনী জরিপ

বাইডেনের আচরণে সন্তুষ্ট না হলেও ট্রাম্পে অনাগ্রহী ভোটাররা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ভোটের জনমত জরিপ অনুযায়ী, বাইডেনকে পছন্দ না করলেও ঘৃণা করেন না অধিকাংশ ভোটার।  ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে ‘পলিটিকো/মর্নিং কনসাল্ট’ পরিচালিত এক              জরিপে এ তথ্য উদঘাটিত      হয়েছে।

জরিপে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের কর্মকান্ডে সন্তুষ্ট ৪৩ ভাগ ভোটার। অসন্তুষ্ট ভোটারের হার ৫৫ ভাগ। এই জরিপে বাইডেনের প্রতি অসন্তুষ্ট ভোটারের মধ্যে মাত্র ১৫ ভাগ জানিয়েছেন, তারা রিপাবলিকান প্রার্থীকে ভোট দেবেন। এ ছাড়া আরও ১৫ ভাগ বলেছেন, তারা এখনো সিদ্ধান্ত নেননি ভোটের ব্যাপারে। এ অবস্থায় ৫০-৫০ আসনের ইউএস সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটরা হারাবেন বলে জরিপ পরিচালনাকারীরা মনে করছেন না। তবে ব্যবধান বেড়ে ৬০-৪০ হবে বলেও আশা করতে পারছেন না। অর্থাৎ সিনেটে ডেমোক্র্যাটরা ৫০ থেকে ৬০-এর অধিক আসন লাভে সক্ষম না হলে বাইডেনের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে না। উল্লেখ্য, প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ডেমোক্র্যাটদের দখলে রয়েছে ২২৪টি। এই জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট বাইডেনের কর্মকান্ডে কোনো না কোনোভাবে সন্তুষ্ট নন- এমন ভোটারের ৪৪ ভাগ ডেমোক্র্যাটদের ভোট দিতে চেয়েছেন। এমন মনোভাবাপন্ন ভোটারের ৩৫ ভাগ বলেছেন, তারা রিপাবলিকান প্রার্থীকে ভোট দেবেন। ২১ ভাগ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন।

এ জরিপ চালানো হয় ২১-২৩ অক্টোবরের মধ্যে। রেজিস্টার্ড ভোটারের ২০০৫ জন অংশ নেন। জরিপে অংশগ্রহণকারীগণের অধিকাংশই (৬৬ ভাগ) বলেছেন, ৬ জানুয়ারি কমিশনের নোটিসে ট্রাম্পকে সাড়া দেওয়া উচিত। ৪৮ ভাগ বলেছেন, অবশ্যই ট্রাম্পের হাজির হওয়া উচিত কংগ্রেসনাল তদন্ত কমিশনের সামনে। অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত প্রশ্নের জবাবে ৬৮ ভাগ বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে মন্দায় আক্রান্ত হয়েছে। মাত্র ১৯ ভাগ মনে করছেন, এখনো মন্দার কবরে পড়েনি যুক্তরাষ্ট্র। প্রায় সব ভোটারই অর্থনৈতিক ইস্যুকে ব্যালট যুদ্ধে প্রাধান্য দিচ্ছেন। অভিবাসন ইস্যুতে বাইডেনের চেয়ে ট্রাম্পের কর্মকান্ডকে গুরুত্ব দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীগণের অধিকাংশই। ৪৯ ভাগ বলেছেন, বাইডেনের দুর্বল নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা হ-য-ব-র-ল হয়ে পড়েছে। এমন মনোভাব পোষণকারী ভোটারের ১৬ ভাগ হলেন ডেমোক্র্যাট। মাত্র ১৯ ভাগ ভোটার বলেছেন, বাইডেনের নেতৃত্বে অভিবাসন ব্যবস্থায় উন্নতি ঘটছে। রিপাবলিকান পার্টির তালিকাভুক্ত ভোটারের ৮০ ভাগ মনে করছেন রিপাবলিকানরাই অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সক্ষম হবে।

সর্বশেষ খবর