মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ঢাকা আসছেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে হবে আলোচনা

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে ২৭ ফেব্রুয়ারি ঢাকা আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো কাফিয়েরো। তার ঢাকা সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস ও আর্জেন্টিনায়ও বাংলাদেশের দূতাবাস খোলার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনায় সিদ্ধান্ত নেবে উভয় দেশ। গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনার বিশ্বকাপে জয়লাভের পরে আমি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো কাফিয়েরোকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। বলেছিলাম আপনি আসেন এবং সঙ্গে মেসিকে নিয়ে আসেন। এখানে তারা মিশন খুললে এটি হবে প্লাস পয়েন্ট। ড. মোমেন বলেন, আর্জেন্টিনায় একটি মিশন খোলার পরিকল্পনা আমাদের ছিল, আর্থিক বিষয় বিবেচনা করে সেখানে দূতাবাস খোলা হবে। কারণ, মিশন খুলতে আমরা কয়েকটি বিষয় বিবেচনা করি। আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বলেও উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বলছে, আর্জেন্টিনার নয়াদিল্লি দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন। তারা বাংলাদেশে দূতাবাস খোলার বিষয়ের ক্ষেত্রগুলো নিয়ে কাজ করছেন।

সর্বশেষ খবর