ডলার সংকটে যখন দেশের ব্যবসা-বাণিজ্য স্থবির, তখন বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি খাত রেমিট্যান্স ও রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধি আশা জোগাচ্ছে। সরকারি তথ্যানুযায়ী, জানুয়ারিতে রেমিট্যান্স আয় ইতিবাচক ধারায় ফিরেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সদ্যসমাপ্ত জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এটি ডিসেম্বরের তুলনায় ২৫ কোটি ৯১ লাখ ডলার বেশি। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার।