জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, অর্থ ছাড়া বর্তমানে কিছুই হয় না, মেধা যেন মূল্যহীন। তিনি বলেন, টাকা ছাড়া চাকরি মিলছে না। সভা-সমাবেশ করতে টাকা দিয়ে লোক ভাড়া করতে হয়, এমনকি মিলাদেও টাকা দিয়ে লোক আনতে হয়। গতকাল রাজধানীর টিকাটুলিতে মিতালী বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর লাভলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিতালী বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শাহীন আরা নাসরিন, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য আবু নাসের সিদ্দিক, হাজী ফারুক, মনির হোসেন শাহীন, সাগুপ্তা সুলতানা, প্রকাশ কুমার সরকার প্রমুখ।